Shovan Ganguly | Pratul Mukhopadhyay: ভাষা দিবসে 'বাংলা আমার দৃপ্ত স্লোগান', প্রতুল-ঐশ্বর্য কন্ঠে নিলেন শোভন...

Shovan Ganguly: 'আমি বাংলার গান গাই' গান গেয়ে জনপ্রিয়তার শিখড়ে উঠেছিলেন প্রতুল মুখোপাধ্য়ায়। কিছুদিন আগেই ১৫ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিন তাঁর সেই জনপ্রিয় গানকে নতুন রূপে সাজিয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। 

Updated By: Feb 21, 2025, 05:02 PM IST
Shovan Ganguly | Pratul Mukhopadhyay: ভাষা দিবসে 'বাংলা আমার দৃপ্ত স্লোগান', প্রতুল-ঐশ্বর্য কন্ঠে নিলেন শোভন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা মাতৃভাষা দিবস উপলক্ষে সান বাংলার একটি প্রয়াস হল বাংলা ভাষাকে উদযাপন করা। আর বাংলা ভাষাকে উদযাপনের সবচেয়ে যথার্থ গান প্রতুল মুখোপাধ্যায়- এর 'আমি বাংলার গান গাই'। এই গানকে নতুন রূপে সাজিয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। শোভনের কথায়, 'বাংলা ভাষা খুবই মধুর একটা ভাষা, বাংলা ভাষায় কোনও কাজ করতে পারাটা সব সময় গর্বের। বাংলার বিভিন্ন জেলার ভাষার বাচনভঙ্গির যে বৈচিত্র,তার মেলবন্ধন এই গানটি। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ, বীরভূমের সঙ্গে কোচবিহার, বাঁকুড়ার সঙ্গে মালদহের আঞ্চলিক ভাষা-রূপ, সংষ্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমি সব সময়ই বাচ্চাদের নিয়ে কাজ করতে চেয়েছি, এই কাজের মাধ্যমে সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে। এই বাচ্চারাই ভবিষ্যতে  বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবে।'

বাংলা ভাষার তো অনেক রূপ। বিভিন্ন জেলাতে বিভিন্ন ভাবে বাংলা ভাষার ভঙ্গিমা পাল্টে গিয়েছে। অনেক জেলাতে বাংলা ভাষা আঞ্চলিক ছোঁয়া পেয়ে হয়ে উঠেছে ভিন্ন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরণের বাংলা ভাষাকে তুলে ধরা  হয়েছে এই গান এর মাধ্যমে। যে অঞ্চলের বাংলা ভাষা যে রকম সেই বাংলাকে তার মতো করেই উদযাপন করা হয়েছে। কলকাতা, কুচবিহার, মালদা, পুরুলিয়া, বীরভূম সমস্ত জেলার বাংলা ভাষার নিজস্ব যে স্টাইল তা  উঠে এসেছে এই গানের মাধ্যমে। সঙ্গে এই সব জেলার নৃত্যের আঙ্গিক। ছৌ নাচ, গম্ভীরা, রবীন্দ্রনৃত্য,রাজবংশী, টুসু,বাউল--এইভাবে সমস্ত জেলার আঞ্চলিক নৃত্যের মেলবন্ধন ফুটে উঠেছে এই গানের মাধ্যমে। কোরিওগ্রাফির দায়িত্বে রিকি এবং অদিতি।

আরও পড়ুন:Student Heart Attack: স্কুলের গেটেই বুকে ব্যথা! দুম করে পড়ে মৃত্যু ক্লাস টেনের ছাত্রীর...

গানটা গেয়েছে এবং নৃত্যে অংশগ্রহণ করেছে  একদম খুদে প্রজন্মরা। বাংলা ভাষা যেখানে অনেকটা কোন ঠাসা, সেখানে খুদেদের নিয়ে এই প্রয়াস তারিফ যোগ্য। একটা ভাষাকে এগিয়ে নিয়ে যাবে এই প্রজন্মের বাচ্চারাই। গানটি গেয়েছে অরিজ মাইতি, শুভাঙ্গি বোস, সন্মার্গ ঘোষ, সৌরিশ চন্দ্র, আয়ুশমিতা দে, অহনা ঘোষ। সবাই খুদে প্রজন্ম।

'আমি বাংলার গান গাই' গানের মধ্যে দিয়ে সান বাংলার প্রচেষ্টা হল এই ৭৩ তম বাংলা ভাষা দিবসে ভাষাকে সামনে রেখে এক অমলিন আনন্দের প্রকাশ ও বাংলা ভাষার উদযাপন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.