Srabanti: ‘ভিত্তিহীন অভিযোগ, আমি নিজেই প্রতারণার শিকার’, জিমকাণ্ডে বিস্ফোরক শ্রাবন্তী...
Srabanti: শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, জিমের নাম করে কিছু ব্যক্তির সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন অভিনেত্রী। যদিও শ্রাবন্তী নিজেকে নির্দোষ দাবি করছেন, পাশাপাশি একটি বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী। নিজের ক্ষোভ উগরে দিয়ে নায়িকা লেখেন, তিনিই আর্থিক প্রতারণার শিকার।
![Srabanti: ‘ভিত্তিহীন অভিযোগ, আমি নিজেই প্রতারণার শিকার’, জিমকাণ্ডে বিস্ফোরক শ্রাবন্তী... Srabanti: ‘ভিত্তিহীন অভিযোগ, আমি নিজেই প্রতারণার শিকার’, জিমকাণ্ডে বিস্ফোরক শ্রাবন্তী...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/09/415225-srabantiiiiii.png)
Srabanti, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শুক্রবার শ্রাবন্তীর বিরুদ্ধে উঠে আসে এক বিস্ফোরক অভিযোগ। অভিনেত্রীর নামে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন একদল ব্যক্তি। তাঁদের দাবি, জিমের নাম করে তাঁদের সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন অভিনেত্রী। গত বছর নভেম্বরে মধ্যমগ্রামের স্টার মলে একটি জিম খোলেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় সেই জিম নিয়ে কথা বলতেও দেখা যায় অভিনেত্রীকে। এমনকী উদ্বোধনে তিনি নিজেও হাজির ছিলেন মধ্যমগ্রামে। আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম গড়ে তুলেছিলেন শ্রাবন্তী। সারা বছরের সাবস্ক্রিপশনের মোটা অঙ্ক জমা দিয়ে সেই জিমে ভর্তি হয়েছিলেন অনেকে। কিন্তু আচমকাই তাঁদের না জানিয়েই, গচ্ছিত টাকা ফেরত না দিয়েই সেই জিম বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এই অভিযোগ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন- Contai: সোশ্যাল মিডিয়ায় সরব শিল্পীরা, অবশেষে উদ্ধার আটক শিল্পীরা
শ্রাবন্তী একটি অফিসিয়াল নোটিস শেয়ার করেছেন। নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি একটি বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী। সেখানে শ্রাবন্তী লিখেছেন, ‘জানতে পারি যে, একটি অপ্রত্যাশিত ঘটনায় আর নাম জড়িয়েছে। আমার বিরুদ্ধে কিছু ভিত্তিহীন ও ফালতু অভিযোগ করা হচ্ছে। রেকর্ডের জন্যই আমি জানিয়ে রাখি যে, আমি এরকম কোনও কাজের সঙ্গে যুক্ত নই। এমনকী আমি নিজেই আর্থিক প্রতারণায় কিছু টাকা খুইয়েছি। দেশের আইনি ব্যবস্থায় আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত যে সত্যিটা সামনে আসবে। ধন্যবাদ’।
আরও পড়ুন- Week 2| Daily Cartoon| সোমান্তরাল| স্পর্শ-কাতর!
প্রসঙ্গত, সম্প্রতি জিম ট্রেনিঙের নামে টাকা তুলে জিম বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কিছু মাস আগে মধ্যমগ্রামের স্টার মলে দ্য ফিটনেস এম্পায়ার নামে একটি মাল্টি জিম শুরু করেন তিনি। প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো যেখানে অভিনেত্রী নিজেই বলছেন ‘আমার নতুন জগত দ্য ফিটনেস এম্পায়ার এখানে সকলকে স্বাগত। এই প্রথমবার আমি অভিনয়ের বাইরে ফিটনেস ইন্ডাস্ট্রিতে কিছু করতে এসেছি।’ চলতি বছরের শুরুর দিকেও বিজ্ঞাপন করে অফার দেওয়া হয়। ১৮০০০ টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন। একদফা সাড়ে সাত হাজার টাকা দিলে তবেই অ্যাডমিশন নেওয়া যাবে। প্রচুর মানুষ এই অফার পেয়ে জিমে যোগ দেন। তারপর তাঁদেরকে বলা হয় একজন পার্সোনাল ট্রেনার নিতে হবে যার মূল্য ৪ হাজার টাকা। অ্যাডমিশনের পর হঠাৎ করেই হোলির ছুটি এবং তারপর থেকে এই জিম বন্ধ হয়ে যায়। উপায় না পেয়ে জিমের ট্রেনিরা একত্রিত হয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। এখনও পর্যন্ত থানা থেকে কোনও সদুত্তর পাননি তাঁরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)