সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় টেলি তারকা সুমিত ব্যাস ও একতা কল
সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুমিত।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় টেলি তারকা সুমিত ব্যাস ও একতা কল সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় টেলি তারকা সুমিত ব্যাস ও একতা কল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/05/253812-948319751341910148910605622541463278982723n.jpg)
নিজস্ব প্রতিবেদন : লকডাউনে পুত্র সন্তানের বাবা হলেন টেলি তারকা সুমিত ব্যাস, একতা কল। সোশ্যাল মিডিয়ায় নিজেই সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন সুমিত। একতা ও সুমিত ছেলের নাম রেখেছেন বেদ।
নিজের ইনস্টাগ্রামে সুমিত লিখেছেন, ''পুত্র সন্তান হয়েছে। ওকে আমরা বেদ বলেই ডাকবো। মা ও বাবা অভিনয় করেন, এখন প্রতিটা সময় বাচ্চার জন্যই সবকিছু করতে হচ্ছে।''
আরও পড়ুন-গায়ে হলুদ, বিয়ে থেকে সাধভক্ষণ, নানা অদেখা ছবি শেয়ার করলেন ডিম্পি গঙ্গোপাধ্যায়
২০১৮র সেপ্টেম্বরে সহ অভিনেত্রী একতা কলকে বিয়ে করেন সুমিত। চলতি বছরের এপ্রিল মাসে সুমিতা জানান, তাঁর স্ত্রী মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় একতার বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন সুমিত।
আরও পড়ুন-কেরলে গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যা, সরব মিমি, নুসরত, রাজ, শুভশ্রীরা
প্রসঙ্গত, বর্তমানে সুমিত ব্যাস একজন অভিনেতার হওয়ার পাশাপাশি প্রযোজক হিসাবেও কাজ শুরু করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২০২০তে অভিনয় থেকে সুমিত ব্যসের আয়া ২.৫ মিলিয়ান ডলার। অন্যদিকে অভিনেত্রী একতার আয় ১ মিলিয়ন ডলার।