সুশান্তের মৃত্যু: টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বের হলেন বনশালি
সোমবার দুপুরে ব্যান্দ্রা থানায় হাজির হন পরিচালক
নিজস্ব প্রতিবেদন : টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ব্যান্দ্রা থানা ছাড়েন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের স্বার্থে তাঁকে কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি সঞ্জয় লীলা বনশালি। প্রসঙ্গত, সোমবার দুপুরে ব্যান্দ্রা থানায় হাজির হন বনশালি। তাঁকে দেখে ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ।
আরও পড়ুন : মুক্তি পেল 'দিল বেচারা'-র ট্রেলার, সুশান্তের শেষ ছবি চোখে জল এনে দেবে
জানা যায়, রামলীলা, বাজিরাও মস্তানিতে সুশান্ত সিং রাজপুতকে কাস্ট করতে চেয়েছিলেন বনশালি। কিন্তু যশরাজের সঙ্গে চুক্তির জেরে সুশান্তকে দিয়ে শেষ পর্যন্ত অভিনয় করাতে পারেননি পরিচালক। ফলে ওই সময় থেকে যশরাজের সঙ্গে সুশান্তের মন কষাকষি শুরু হয় বলেও খবর পাওয়া যায়।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর তদন্তভার দেওয়া হোক সিবিআইকে, প্রধানমন্ত্রী মোদীকে আর্জি ভক্তদের
গত ১৪ জুন নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া ক্রবর্তী, বন্ধু সন্দীপ সিং, মহেশ ছাবড়া, যশরাজের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। প্রথম দফার পর যশরাজের কাস্টিং ডিরেক্টরকে দ্বিতীয় দফায় ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।