চোখে জল অমিতাভ, শাহরুখের

বলিউডের সেরা দুই মেগাস্টারদের চোখে জল। আসলে দুই যতই ভিন্ন মেরুর বাসিন্দা হোন না কেন, একটা জায়গায় দুজনেই একমত। অমিতাভ বচ্চন , শাহরুখ খান। যশ চোপড়ার মৃত্যুতে এই দুই বলিউড মেগাস্টারকে এক ছাতার তলায় নিয়ে এল। দুজনেই মনে করেন যশ চোপড়ার মত এত আন্তরিক, এতটা পেশাদার একই সঙ্গে হৃদয় দিয়ে ছবি পরিচালন করেন এমন পরিচালক-প্রযোজক বিশ্ব সিনেমায় খুব কমই আছেন।

Updated By: Oct 22, 2012, 02:01 PM IST

বলিউডের সেরা দুই মেগাস্টারদের চোখে জল। আসলে দুই যতই ভিন্ন মেরুর বাসিন্দা হোন না কেন, একটা জায়গায় দুজনেই একমত। অমিতাভ বচ্চন , শাহরুখ খান। যশ চোপড়ার মৃত্যুতে এই দুই বলিউড মেগাস্টারকে এক ছাতার তলায় নিয়ে এল। দুজনেই মনে করেন যশ চোপড়ার মত এত আন্তরিক, এতটা পেশাদার একই সঙ্গে হৃদয় দিয়ে ছবি পরিচালন করেন এমন পরিচালক-প্রযোজক বিশ্ব সিনেমায় খুব কমই আছেন।
অমিতাভ তাঁর পছন্দের যে দশটা সিনেমাকে রাখেন তাঁর মধ্যে যশের পরিচালনা ছবির সংখ্যাই সিংহভাগ। `সিলসিলা`, `দিওয়ার`, `কভি কভি`, `কালা পাথ্থর`, `ত্রিশূল` অমিতাভের সেরা ছবিগুলো যশের হাতেই তৈরি। আর তাই প্রিয় পরিচালকের মৃত্যুতে না কেঁদে পারেন নি অমিতাভ। আজ শেষকৃত্য অনুষ্ঠানের আগে অমিতাভের টুইট, তোমায় ভোলা যাবে না।
শাহরুখের আবেগ আবার অন্য জায়গায়। বলিউডের তাঁকে পরিচিতি দিয়েছেন যশ, সাফল্যের মুখও দেখিয়েছেন যশ আবার সুপারস্টার থেকে মেগাস্টারে পরিণত করেছেনও সেই যশ। ১৯৯৩ সালে যশের পরিচালনায় `ডর`-এ অভিনয় করে শাহরুখ খান রাতারাতি পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। তাঁরই ব্যানারে (যশের বড় ছেলে আদিত্য চোপড়ার পরিচালনা) `দিলওয়ালে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে`র মত সর্বকালের সেরা সফল ছবির নায়কের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলন শাহরুখ। এর চার বছর বাদে যশের পরিচালনায় `দিল তো পাগাল হ্যায়` তে অভিনয় করে জনপ্রিয়তার নতুন মাত্রা ছুঁয়েছিলন শাহরুখ। সুপারস্টার শাহরুখের মেগাস্টার হওয়ার পিছনে বড় ভূমিকা থাকবে যশ চোপড়া পরিচালিত `বীর জারার`। তা ছাড়া শাহরুখের সবচেয়ে পছন্দের সিনেমা চক দে ইন্ডিয়াতে অভিনয়ের প্রস্তাবটা কিং খানকে দেন যশ স্বয়ং। এ ছাড়া যশ রাজ ফিল্মসের ব্যানার তাঁকে দিয়েছে মহব্বতে, রব নে বনা দি জোরির মত সফল সিনেমা। তাই যশের মৃত্যুটা শুধু বলিউডে নয় তাঁর জীবনে আলাদা শুন্যতা তৈরি করবে বলে জানালেন কিং খান।
প্রসঙ্গত, গত রবিবার মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশ চোপড়া।

.