The Kerala Story: মমতাদি কে পাশে নিয়ে একসঙ্গে ছবিটা দেখব: সুদীপ্ত
অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে বাধামুক্ত হল ‘দ্য কেরালা স্টরি’। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সিনেমা ব্যান করা হলেও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এই সিনেমা এই সিনেমার উপর থেকে ব্যান তুলে নিতে হবে সরকারকে। যদিও আদালত জানিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ শুরু হওয়ার আগে বিবৃতি দিয়ে ঘোষণা করতে হবে যে ‘এই সিনেমার গল্প কাল্পনিক’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘মাননীয়া মুখ্যমন্ত্রী যদি চান আমি ওনার সাথে বসে ফিল্মটা দেখবো। যারা অত্যাচারিত হয়েছিল সেই মেয়েগুলোও মমতা দিদির সাপোর্ট চায়’। কলকাতায় সাংবাদিক সম্মেলনে এসে ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্ত সেন এই কথা জানিয়েছেন।
অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে বাধামুক্ত হল ‘দ্য কেরালা স্টরি’। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সিনেমা ব্যান করা হলেও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এই সিনেমা এই সিনেমার উপর থেকে ব্যান তুলে নিতে হবে সরকারকে। যদিও আদালত জানিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ শুরু হওয়ার আগে বিবৃতি দিয়ে ঘোষণা করতে হবে যে ‘এই সিনেমার গল্প কাল্পনিক’।
সিনেমার পরিচালক সুদীপ্ত সেন এবং অভিনেত্রী আদা শর্মা শহরে আসেন এবং সাংবাদিক সম্মেলন করে। অন্যদিকে সিনেমার প্রযোজক এবং সৃজনশীল পরিচালক বিপুল অমৃতলাল শাহ ভারচুয়ালি যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: Ayushmann Khurrana: প্রয়াত জ্যোতিষশাস্ত্রবিদ পণ্ডিত পি খুরানা, বিষাদের ছায়া আয়ুষ্মান পরিবারে
কলকাতা সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক সুদীপ্ত সেন বলেন, ‘আমরা রাজনীতিবিদ নই, আমরা ছবি বানাই। আশা নিয়ে ছিলাম। কিন্তু এখনও অবধি কোনও হলে দেখানো হচ্ছেনা। আমরা প্রচুর ট্রোল হয়েছি’।
তিনি আরও বলেন, ‘সাহস করে এটা বানিয়েছি। এক একটা সিন পরীক্ষা হয়েছে। সেন্সর বোর্ড তারপরেই আমাদের পাস করেছে। আমি ভীষণ হতাশ’।
ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘গতকাল থকে আমাদের ছবি না দেখানোর জন্য হুমকি ফোন আসছে। আমাদেরকে কোর্ট যা বলেছে আমরা তা মেনেছি। কিন্তু আমি দেখছি কলকাতায় তা হচ্ছে না। সিনেমা দেখাতে না দিলে আমরা আবার কোর্টে যাব’।
সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে বলেন, ‘আমরা বারবার রিকোয়েস্ট করেছি থ্রু পিসি, ইন্টারভিউ মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে। প্লিজ ছবিটা দেখে বলুন। আমি খুব অনেস্ট একটা ছবি বানিয়েছি’।
আরও পড়ুন: Mission Impossible | Tom Cruise: ফিরছে ইথান হান্ট, পাহাড়ের উপরে বাইক চালিয়ে হৃদয়ে দোলা টম ক্রুজের
প্রযোজক শাহ বলেন, ‘আগামিকাল বিকেল পাঁচটার মধ্যে আমাদেরকে ডিসক্লেমার লাগাতে হবে’। তিনি আরও বলেন, ‘বিলকিস বানুর বিষয়ে কারোর সিনেমা বানানো উচিত। আমরাও সমর্থন করব। আমরা মুসলিমদের বিরুদ্ধে নই। আমাদেরকে কোনও বাইনারিতে রাখবেন না। নমস্তে লন্ডন আপনাদের মনে নেই? প্রতিটি ভিকটিম মেয়েকে নিয়ে আমরা সংবেদনশীল’।
যদিও তাঁরা দুজনেই জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট ব্যান তুলে নেওয়ার পরেও বঙ্গে এই সিনেমা দেখানোর ক্ষেত্রে বাঁধা পাচ্ছেন হল মালিকেরা। সুদীপ্ত সেন বলেন, ‘হল মালিকরা ফোন পেয়েছেন ধমকির। ডিস্ট্রিবিউটার জানিয়েছেন’।
সুদীপ্ত সেন আরও জানিয়েছেন, ‘বিবিসির ডকুমেন্ট্রি ব্যান করার সময় সবচেয়ে বেশি আওয়াজ তুলেছেন মহুয়া মৈত্র। পদ্মাবত এর সময় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কি অপরাধ করলাম? এটা কে আমার ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়’।
রাজ্যের মানুষকে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন সিনেমার পরিচালক। সিনেমার পাশাপাশি উঠে আসে তসলিমা নাসরিনের প্রসঙ্গও। বিপুল শাহ দাবি করেন কোনও সিনেমা অথবা বইয়ের মতো সৃজনশীল জিনিসের উপরে ব্যান লাগানো উচিত নয় এবং তসলিমা নাসরিনের ‘লজ্জা‘-র উপর থেকেও ব্যান তুলে নেওয়া উচিত।