Shah Rukh Khan: "ওঁরা বোঝেনই না অভিনয় বিষয়টাকে", বিস্ফোরক শাহরুখ!
Shah Rukh Khan: ৯০ দশকের সেই সময়ের যখন বলিউড কাঁপাচ্ছেন আমির খান, সলমান খান, অজয় দেবগন এবং অক্ষয় কুমারের মতন সুপারস্টারের। তাদের মধ্যে নিজের জায়গা করার জন্য মাঠে নেমেছিলেন বছর ২৭'র শাহরুখ। খুব কম বয়সে নিজের বাবা-মাকে হারিয়ে ছিলেন বাদশাহ। তারপর দীর্ঘ লম্বা লড়াই। অবশেষে শুরু সাফল্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবারির প্রিয় 'কিং খান'- যিনি শনিবার তাঁর ৫৯ তম জন্মদিনে পা রাখলেন। সেই প্রিয় অভিনেতা বলিউডে নিজের যাত্রা শুরু করেছিলেন ১৯৯২ সালে 'দীওয়ানা' সিনেমার হাত ধরে। একটি মিষ্টি প্রেমের গল্প, পরিচালক রাজ কানওয়ার পরিচালিত। যেখানে মুখ্যভূমিকায় ছিলেন ঋষি কাপুর এবং দিব্যা ভারতী। এই সিনেমার ঠিক এক বছর আগে ১৯৯১ সালে শাহরুখ, 'স্টারডাস্ট'কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। যেখানে তিনি বলে ছিলেন বলিউডের 'স্টার কালচার' নিয়ে। শাহরুখ খান ওই সাক্ষাৎকারে বলেন, "মুম্বইয়ে একমাস কাজ করার মধ্যে আমার স্টাফ চায়ের কাপ ধরতে চাইছিল, জুতোর লেশ বেঁধে দিতে চাইছিল এমনকি মাথার উপর ছাতা ধরছিল।"
আরও পড়ুন: Shah Rukh Khan’s birthday: অভিনেতা না হলে কিং খান হতেন বিজ্ঞানী!
কথা হচ্ছে ৯০ দশকের সেই সময়ের যখন বলিউড কাঁপাচ্ছেন আমির খান, সলমান খান, অজয় দেবগন এবং অক্ষয় কুমারের মতন সুপারস্টারের। তাদের মধ্যে নিজের জায়গা করার জন্য মাঠে নেমেছিলেন বছর ২৭'র শাহরুখ। খুব কম বয়সে নিজের বাবা-মাকে হারিয়ে ছিলেন বাদশাহ। তারপর দীর্ঘ লম্বা লড়াই। অবশেষে শুরু সাফল্য।
'কিং খান' অনুগামীরা জানেন, শাহরুখ কতটা কর্মঠ। তাই শুরুর মুহূর্তে 'বলিউড স্টার কালচার' একপ্রকার তার প্রচণ্ড অপছন্দ ছিল। এই বিষয়ে শাহরুখ খান 'স্টারডাস্ট'কে দেওয়া একটি ইন্টার্ভিউতে বলেন, "প্রায় একমাস আমি বোম্বাইে সিনেমার শুটিং-এর জন্য ছিলাম। হঠাতই, কিছু মানুষ আমার চায়ের কাপটা ধরতে চাইছিল এমনকি জুতোর দড়িটাও বেঁধে দিতে চাইল এবং মাথার উপর ছাতা ধরছিল। কিন্তু কেন ? সিনেমায় ঢোকার আগে থেকেই আমি আমার জুতোর দড়ি বাঁধতে পারি। এরপরেও জুতোর দড়ি আমি নিজেই বাঁধব। আমার মনে আছে, কেউ একজন আমায় বলেছিল যদি আমার মেকআপ রুমের এসি খারাপ হয়ে যায়। তাহলে অবশ্যয় যেন আমি সম্পূর্ণ রাগ তাদের উপর যেন দেখায়। না হলে প্রোডিউসাররা আমাকে গুরুত্বই দেবে না। কী এটা ? আমার মনে হয়, এখানে কোনরকমের ফ্যাশান চলছে। মানে, একটা অভিনেতার পেছনে ৭ জন ঘুরে বেড়াবে। কোন মানে আছে এটার? কিন্তু তাও এটা করতে হবেই।"
পাশাপাশি হলিউডের স্টার কালচার নিয়ে শাহরুখ বলেন, "হলিউডে, 'স্পট বয়ের' কোনরকমের কালচার নেই। হয়ত এই স্টারেরা শুধু আসেন কিছু টাকা, ফেম এবং নাম কামাতেই। এই চক্কোরে নিজেদের আত্মমর্যাদা ছুঁড়ে ফেলছেন তাঁরা। ওঁরা বোঝেই না অভিনয় বিষয়টাকে। মানে, কোনরকম কোনসেপ্টই নেই। এখন এই স্পট বয় দিয়ে জুতোর দড়ি বাঁধানো ব্যাপারটা খুব চর্চায়। যদি এইভাবে আমি ছবির জন্য পোজ দিতে পারি তবেই আমি স্টার।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)