সন্তু মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়রা
শোকপ্রকাশ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব সহ আরও অনেকেই।
নিজস্ব প্রতিবেদন : বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায় আর নেই। টলিপাড়ায় তাই বিষাদের সুর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন ঠিকই, তবুও তাঁর হঠাৎ করে চলে যাওয়াটা যেন কেউই মেনে নিতে পারছেন না। শেষবার সাঁঝবাতি ছবিতে দেখা যায় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়কে। প্রিয় অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব সহ আরও অনেকেই।
সহ অভিনেতা, বন্ধুকে স্মরণ করে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, " সন্তুর প্রায় অকাল প্রয়াণ হল। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার খুবই কষ্ট হয়েছে। সন্তুর সঙ্গে প্রথম কাজ করেছিলাম 'সংসার সীমান্ত' ছবিতেতে। ওরও বোধ হয় ওটাই প্রথম কাজ ছিল। খুবই সম্ভাবনাময় অভিনেতা ছিল, ওর কন্ঠস্বর এখন মনে পড়ছে। তারপর আমি ওকে সত্যজিৎ রায়ের কাছে নিয়ে গিয়েছিলাম।''
মাধবী মুখোপাধ্যায় বলেন, ''কী বলব! এত খারাপ লাগছে...। উনি যেখানে থাকতেন, আমি ঠিক চিনি না। খবর পেলাম, সন্তু অসুস্থ, সন্তুর বাড়ি চিনি না বলে আমাদের প্রোডাকশানের একজনকে বলেছিলাম নিয়ে যেও। ভেবেছিলাম একদিন যাব। শুনলাম উনি প্রয়াত। মনটা ভেঙে গিয়েছে। অনেকদিনের পরিচয়, একসঙ্গে কাজ করেছি, খারাপ লাগছে। অনেকদিন কাজ করেছি। 'কুসুম দোলায়' শেষ করেছি। ওটাই শেষ কাজ। ভেবেছিলাম যাব। কিন্তু যাওয়া হয়নি। দেখা আর হল না। খুব খারাপ লাগছে। ''
নিজের টুইটার হ্যান্ডেলে সন্তু মুখোপাধ্যায়কে স্মরণ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ''একজন অসাধারণ অভিনেতা আজ আমাদের ছেড়ে চলে গেলেন ,তুমি যেখানেই থাকো সুস্থ থেকো .. ভালো থেকো আমাদের সন্তুদা..''
একজন অসাধারণ অভিনেতা আজ আমাদের ছেড়ে চলে গেলেন ,তুমি যেখানেই থাকো সুস্থ থেকো .. ভালো থেকো আমাদের সন্তুদা..
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) March 11, 2020
সাংসদ অভিনেতা দেব লিখেছেন, ''ভাবতেই পারছি না আমাদের একসঙ্গে প্রথম কাজ করাটাই শেষ কাজ হয়ে থেকে যাবে। যে স্মৃতিটা আজ আমি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি, সেটা আমি চিরকাল রোমন্থন করব, হৃদয়ের মাঝে রেখে দেব। আপনার আত্মার শান্তি কামনা করি।''
Never imagined our first would be our last...
The memories we shared will forever be cherished and remain in my heart..
Rest In Peace Sir #SantuMukherjee pic.twitter.com/DcmSlDBMHg— Dev (@idevadhikari) March 12, 2020
প্রিয় সন্তুকাকুকে স্মরণ করে স্মৃতিচারণা করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
তুমি আজ আর নেই, কিন্তু বাংলা সিনেমার প্রতি তোমার অবদান সবসময় রয়ে যাবে , আত্মার শান্তি কামনা করি।#RIP #SantuMukherjee pic.twitter.com/5T7nj9QivG
— DEV Entertainment Ventures (@DEV_PvtLtd) March 12, 2020
বড়ো হওয়ার পর ও এ শৈশব টা অনেক দিন থেকে যায় , সেই সময়ের অনেক টা নিয়ে , কিছু man talk, নিভৃত, ব্যক্তিগত কিছু গল্প গুজবের অমোঘ স্মৃতি নিয়ে চলে গেলেন সন্তু কাকু ... তাঁর আত্মার শান্তি ও চির আনন্দ কামনা করি...
— parambrata (@paramspeak) March 11, 2020
সন্তু মুখোপাধ্য়ায়ের প্রয়ানে তাঁর আত্মার শান্তি কামনা করে টুইট করেছেন পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী।
Rest in peace sir. Deepest condolences for the family. #SantuMukherjee https://t.co/tCcOqQPydW
— rajchoco (@iamrajchoco) March 12, 2020
অভিনেতার আত্মার শান্তি কামনা করে টুইট করেছেন পরিচালক অরিন্দম শীল।
Santuda (#SantuMukherjee) leaves us too. Rest in Peace. Nostalgia floods my ability to say more. Bhalo theko.
— Arindam Sil (@silarindam) March 11, 2020
বর্ষীয়ান অভিনেতাকে স্মরণ করে টুইট করেছেন বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, মিমি চক্রবর্তী সহ আরও অনেকেই।
Santu Mukherjee(Santu da) may your soul rest in peace.Bhalo theko
— Mimssi (@mimichakraborty) March 11, 2020
Bhalo theko Santu kaku, so many memories with you....onek bhalobasha ar pronaam niyo! #RIP Santu Mukherjee.
— Vikram Chatterjee (@VikramChatterje) March 11, 2020
বুধবার সন্ধেয় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
১৯৭৫ সাল থেকে সংসার, সীমান্তে, রাজা, হারমোনিয়াম, প্রতিমা, দেবদাস, শেষ বিচার, স্বামী স্ত্রী, ন্যায় অন্যায়, মালঞ্চ, হেমন্তের পাখি, অগ্নিপথ, সপ্তসুর সহ বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়। বাংলা ছবির জগতে তিনি এক অত্যন্ত পরিচিত মুখ। বর্তমানে বহু বাংলা ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করে চলেছেন তিনি।
আরও পড়ুন-'একাত্তর'এর প্রকৃত সত্য তুলে ধরতেই পাক সাংবাদিক আমি: রাফিয়াত রশিদ মিথিলা