ফিল্ড মার্শাল সাম মানেকশ-র ভূমিকায় বলিউডের এই অভিনেতা, চেনা যাচ্ছে কি?

তাঁকে চিনতে পারা ভীষণই মুশকিল সেকথা আমি হলফ করে বলতে পারি।

Updated By: Jun 28, 2019, 01:21 PM IST
ফিল্ড মার্শাল সাম মানেকশ-র ভূমিকায় বলিউডের এই অভিনেতা, চেনা যাচ্ছে কি?

নিজস্ব প্রতিবেদন: পরনে ভারতীয় সেনার পোশাক, চওড়া গোঁফে ঢাকা পড়েছে ওপরের ঠোঁট, ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র লুকে ধরা দিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। যদিও তাঁর এই লুক দেখলে তিনি আসলে ঠিক কে তা যে চিনতে পারা ভীষণই মুশকিল সেকথা আমি হলফ করে বলতে পারি।

দেখুন তো চিনতে পারছেন কিনা?

আরও পড়ুন-ন্যাটওয়েস্ট ট্রফির ওই দুর্ধর্ষ জয়ের গল্প উঠে আসবে 'দুসরা'র গল্পে

চিনলেন না তো? তাহলে খোলসা করেই বলা যাক। ইনি হলেন উড়ি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক খ্যাত অভিনেতা ভিকি কৌশল। কি ছবিটা দেখে এক্কেবারেই মেলাতে পারছেন না তো? এই মেকআপ দেখে সত্যিই বোঝা কঠিন যে ইনিই সেই ভিকি। বৃহস্পতিবার ফিল্ড মার্শাল মানেকশ-র মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েই ছবির নির্মাতাদের তরফে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবির ফার্স্ট লুক শেয়ার করে ভিকি লিখেছেন, ''আমি সম্মানিত বোধ করছি, আবেগতাড়িত হয়ে পড়েছি, গর্বিত বোধ করছি, এমন একজন সাহসি, বেপরোয়া দেশপ্রেমিকের অজানা গল্পে তাঁর ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে।  ''

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

এই ছবি প্রসঙ্গে পরিচালক মেঘনা গুলজার বলেন, ''ছবিটি ফিল্ড মার্শাল স্যাম মানেকশর উপর আধারিত হলেও এটিকে তাঁর বায়োপিক বলা যাবে না। ''

প্রসঙ্গত, ভারতের সর্বোচ্চ সামরিক পদবী 'ফিল্ড মার্শাল' অর্জন করেছিলেন মাত্র দুজন সামরিক কর্তা, তাঁদের মধ্যে সাম মানেকশ একজন। আর অন্যজন হলেন কোদানদের মদপ্পা কারিয়াপ্পা। মোট ৪ দশক সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও ছিল। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনার কমান্ডেন্ট ছিলেন তিনি।

আরও পড়ুন-'মিতিন মাসি' রূপে হাজির হলেন কোয়েল

.