Uorfi Javed Vs Chetan Bhagat: 'এই যে পারভার্ট, ধর্ষণে প্ররোচনা দিয়ো না!'
Uorfi Javed Vs Chetan Bhagat: ২০১৮ সালে লিক হওয়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন উর্ফি। তাঁর দাবি সেই চ্যাটটি চেতনের। পাশাপাশি লেখককে ‘পারভার্ট’ বলেও কটাক্ষ করেন উর্ফি।
Uorfi Javed Vs Chetan Bhagat, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি উর্ফি জাভেদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন চেতন ভগত। তিনি বলেন যে উর্ফি যুব সম্প্রদায়কে মূলত ছেলেদের বিপথে চালনা করছে। চেতন ভগতের এই মন্তব্যের পরেই তাঁকে জবাব দেন উর্ফি। ২০১৮ সালে লিক হওয়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। তাঁর দাবি সেই চ্যাটটি চেতনের। পাশাপাশি লেখককে ‘পারভার্ট’ বলেও কটাক্ষ করেন উর্ফি। মি টু মুভমেন্ট নিয়ে যখন উত্তাল ছিল ভারত সেই সময়েই প্রকাশ্যে এসেছিল সেই হোয়াটসঅ্যাপ চ্যাট। সেসময় এই প্রসঙ্গে নিজের মতামতও দিয়েছিলেন তিনি। রবিবার ফের সেই স্ক্রিনশট শেয়ার করে যেটি উর্ফিও শেয়ার করেছেন, এবং বলেন যে এটি একেবারেই ‘ফেক’। পাশাপাশি চেতন ভগত বলেন যে, তিনি কখনই উর্ফির সমালোচনা করেননি।
আরও পড়ুন-Nusrat-Mimi: মিটেছে দূরত্ব! ‘বোনুয়া’ মিমির সঙ্গে ফ্রেমবন্দি নুসরত
সম্প্রতি একটি অনুষ্ঠানে চেতন ভগত বলেন, ‘ফোন এখন যুব সম্প্রদায়কে বিপথে চালনা করছে, মূলত ছেলেদের। দীর্ঘক্ষণ ওরা ইনস্টাগ্রাম রিল দেখতেই কাটিয়ে দেয়। সবাই জানে যে উর্ফি জাভেদ কে? তার ছবি দিয়ে তোমরা কী করবে? এটা কি তোমার পরীক্ষায় আসবে নাকি তুমি কোনও চাকরির ইন্টারভিউ দিতে গেলে তোমায় জিগেস করা হবে যে তার আউটফিট সম্পর্কে তুমি কী জানো?’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার উর্ফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে চেতন ভগতের মন্তব্যের সমালোচনা করে একাধিকবার লেখেন। তিনি লেখেন, ‘তাঁর মতো পুরুষেরা নিজেদের দোষ ত্রুটি ঢাকতে সবসময় মহিলাদের দোষারোপ করে। তুমি একজন পারভার্ট বলে এটা সেই মহিলার দোষ নয় যে সে কী পরেছে। অযৌক্তিকভাবে আমাকে এই সমালোচনায় টেনে আনা হয়েছে। আমার জামা কাপড় যুব সম্প্রদায়কে বিপথে চালিত করছে এর চেয়ে বাজে কথা আর কিছু হয় না। তোমার ম্যাসেজ ঐ মেয়েদের বিপথে চালিত করছে না চেতন ভগত?’
আরও পড়ুন- Saoli Chattopadhyay: বিয়ে করলেন 'ফড়িংয়ের মা' শাঁওলি, পাত্র কে?
উর্ফি আরও লেখেন, ‘মি টু আন্দোলনের সময় কত মেয়ে চেতন ভগতের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তা ভুললে হবে না। রেপ কালচার প্রমোট করা বন্ধ করো। পুরুষদের ব্যবহারের জন্য মেয়েদের জামাকাপড়কে দায়ি করা ৮০ দশকে হতো। যখন তুমি তোমার বয়সের অর্ধেক বয়সী একটি মেয়েকে এই সব মেসেজ করো তখন তোমায় কে বিপথে চালিত করছিল? ’
উর্ফির এই পোস্টের পরিপ্রেক্ষিতে চেতন ভগত ফের লেখেন, ‘যে এই চ্যাটটি ছড়িয়েছে তাঁর সঙ্গে আমার কখনও দেখা হয়নি, তাঁকে চিনিও না, কখনও কথাও হয়নি, চ্যাটও হয়নি। এটা নকল ও সর্বৈব মিথ্যা। কারোর সমালোচনা করিনি। এবং আমি মনে করি কাউকে যদি বলি ইনস্টাগ্রাম থেকে মন সরিয়ে নিজের ফিটনেস ও কেরিয়ারে মনোনিবেশ করো, তা কিছু খারাপ মন্তব্য।’
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)