'নতুন ভারত ঘরে ঢুকবে এবং মারবেও', বড় পর্দায় সার্জিক্যাল স্ট্রাইক, দেখুন ঝলক
সার্জিক্যাল স্ট্রাইক এবার বড় পর্দায়। ছবির নাম উরি। মুক্তি পেল টিজার।
নিজস্ব প্রতিবেদন: 'ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর মে ঘুসেগা ভি অর মারেগা ভি' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'এটা নতুন ভারত। ঘরে ঢুকবে এবং মারবেও'। কথাগুলো কেন্দ্রের কোনও মন্ত্রীর নয়, বরং পরেশ রাওয়াল-ভিকি কৌশলের নতুন ছবির সংলাপ।
উরি হামলা, তারপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এবার দেখা যাবে সেলুলয়েডের পর্দায়। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভোরে উরিতে ১২ ইনফ্যান্ট্রি ব্রিগেডের সদর দফতরে হামলা চালায় জঙ্গিরা। অতর্কিত হামলা শহিদ হন ১৯ জন জওয়ান। গোটা দেশ তখন ফুঁসছে বদলার আগুনে। ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে মোক্ষম জবাব দেয় ভারত।
গোটা ঘটনাই এবার বড়পর্দায় দেখতে পাবেন দেশবাসী। ছবির নাম 'উরি'। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার। আর টিজারেই হাজার ভোল্টের ঝলক। কণ্ঠ দিয়েছেন পরেশ রাওয়াল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ভূমিকায় অভিনয় করছেন এই বলিষ্ট অভিনেতা। চরিত্র চিত্রায়নে চেহারায় আমূল বদল এনেছেন পরেশ। উল্লেখ্য, পরেশ রাওয়াল বিজেপির সাংসদও। ছবির আনুষ্ঠানিক বিবরণে জানানো হয়েছে, 'এটা ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে দিকনির্দেশকারী। শক্তিশালী, নতুন ভারতের সোপান তৈরি করেছে'।
Proud to be playing our hero Mr Ajit Doval in film URI by Aditya Dhar. pic.twitter.com/LVfVZMoiUj
— Paresh Rawal (@SirPareshRawal) June 8, 2018
মুখ্য ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। 'মনমর্জিয়া'র আবার অভিনয়ে ছাপ ছেড়েছেন এই উঠতি অভিনেতা। টিজারে দেখা গিয়েছে, জওয়ানের ভূমিকায় ভিকি কৌশল। আভাস মিলছে, সার্জিক্যাল স্ট্রাইকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই। জওয়ানের চরিত্র দারুণ মানিয়েছে ভিকি কৌশলকে। স্বপ্ন অভিনয় জীবনে নামডাক কুড়িয়েছেন এই অভিনেতা। করণ জোহারের তারকাখচিত ছবিতেও দেখা যাবে ভিকি কৌশলকে।
ছবির পরিচালনা ও গল্প বুনেছেন আদিত্য ধর। তাঁর কথায়,''১১ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে ছবিটি তৈরি। সত্যিকারের ঘটনা নিয়ে উত্তেজক ছবি তৈরির চেষ্টা করেছি''।
এর আগে ভিকি কৌশল বলেছিলেন,''যখন ছবিটি আমার কাছে এসেছিল, তখন রোমাঞ্চিত হয়েছিলাম। মনে হয়েছিল, এই কাহিনিটি সকলের জানা দরকার। সুযোগ পেয়ে দারুণ লাগছে। এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা আমার কাছে বড় দায়িত্ব''।
পরের বছর অর্থাত্ ২০১৯ সালের ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে 'উরি'।
আরও পড়ুন- কীভাবে দল গঠন? প্রশিক্ষণ কোথায়? সার্জিক্যালের বর্ষপূর্তিতে জেনে নিন ভিতরের তথ্য