ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য আর্থিক সাহায্য বরুণ ধাওয়ানের
ফিল্ম ইন্ডাস্ট্রির মোট ৫ লক্ষ টেকনিশিয়ান থেকে শুরু করে অন্যান্য দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য আর্থিক সাহায্য করেছেন বরুণ।
নিজস্ব প্রতিবেদন : করোনা জন্য সাহায্যের হাত বাড়িয়ে PM ও CM ফান্ড মিলিয়ে ৫৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বরুণ ধাওয়ান। এবার দেশজুড়ে লকডাউনের এই পরিস্থিতিতে ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কর্মীদের পাশে দাঁড়ালেন বরুণ ধাওয়ান। ফিল্ম ইন্ডাস্ট্রির মোট ৫ লক্ষ টেকনিশিয়ান থেকে শুরু করে অন্যান্য দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য আর্থিক সাহায্য করেছেন বরুণ।
২৪ এপ্রিল নিজের জন্মদিনটা আড়ম্বরহীনভাবেই পালন করেছেন বরুণ। আর ওই দিনই ফিল্ম ইন্ডাস্ট্রির ৫ লক্ষ দৈনিক রোজগেরে লাইটহয়, স্পটবয় সহ অন্যান্য টেকনিশিয়ানদের জন্য অর্থিক সাহায্য তুলে দিয়েছেন। একথা টুইট করে জানান ওয়াস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ-এর সভাপতি অশোক পণ্ডিত। তাঁর তরফ থেকে বরুণকে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয় ওইদিন।
আরও পড়ুন-ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য আর্থিক সাহায্য বরুণ ধাওয়ানের
@fwice_mum thanks @Varun_dvn for donating towards the daily wage workers of the entertainment industry.
Nearly 5 lakh cine workers, belonging to 32 crafts, wish him a very Happy Birthday. #HappyBirthdayVarunDhawan #FWICEFightsCorona pic.twitter.com/ix03reYQgd— Ashoke Pandit (@ashokepandit) April 24, 2020
তবে শুধু বরুণই নন, এর আগে সলমন খান, অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, রোহিত শেঠি, অর্জুন কাপুর, বনি কাপুর সহ অনেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন-লকডাউনে রানাঘাটের গরিব মানুষের পাশে দাঁড়ালেন রানু মণ্ডল