মুম্বইয়ে বস্তির ছেলেমেয়েদের ভিড়ের মাঝে এই কাণ্ডই করল জাহ্নবী
শ্রীদেবী আর নেই। তাঁর চিহ্ন হিসাবে তিনি দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে রেখে গেছেন বলিউডে জাহ্নবীর ডেবিউ ফিল্ম মুক্তির আগেই অল্প বয়সীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রীদেবীর বড় কন্যা। শ্রীদেবীকে দেখার আশ অনেকে জাহ্নবীকে দিয়েই মেটাচ্ছেন। তাঁকে জনসমক্ষে দেখলেই উচ্ছ্বাসিত হতে দেখা যাচ্ছে অনেককেই। এই যেমনটা হল শুক্রবার।
নিজস্ব প্রতিবেদন: শ্রীদেবী আর নেই। তাঁর চিহ্ন হিসাবে তিনি দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে রেখে গেছেন বলিউডে জাহ্নবীর ডেবিউ ফিল্ম মুক্তির আগেই অল্প বয়সীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রীদেবীর বড় কন্যা। শ্রীদেবীকে দেখার আশ অনেকে জাহ্নবীকে দিয়েই মেটাচ্ছেন। তাঁকে জনসমক্ষে দেখলেই উচ্ছ্বাসিত হতে দেখা যাচ্ছে অনেককেই। এই যেমনটা হল শুক্রবার।
এদিন সকালে মুম্বইয়ে বান্দ্রার এক রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেল জাহ্নবীকে। তিনি বের হতেই তাঁকে দেখে হৈচৈ শুরু করে দেয় বান্দ্রার বস্তি এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা। জাহ্নবী, জাহ্নবী বলে ডাকতে শুরু করে দেয় তারা। এদিন জাহ্নবীর পরনে ছিল হট প্যান্ট ও গায়ে মিলিটারি গ্রিন রঙের জ্যাকেট। ভিড়ের মধ্যেও এদিন সূর্যের আলোর মতোই দীপ্ত দেখাচ্ছিল শ্রীদেবীর জানুকে। এত হৈচৈ-এর মধ্যে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে খুবই শান্তভাবে পরিস্থিতি সামাল দিলেন জাহ্নবী।
এদিকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম বলিউড ফিল্ম 'ধড়ক'। যে ছবিতে শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে দেখা যাবে জাহ্নবীর বিপরীতে।