রণবীর কাপুরকে হাতজোড় করে কী বলছেন মাহিরা খান?
দুবাইয়ে এক অনুষ্ঠানের ব্যাক স্টেজে রণবীর কাপুরকে হাতজোড় করে কী বলছেন মাহিরা খান? এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তাঁর ছবি রইস-এর প্রোমোশনে ভারতে আসতে পারেননি অভিনেত্রী। এই মুহূর্তে কোনও পাক অভিনেতাকে কাস্টও করছেন না কোনও ভারতীয় পরিচালক। তাহলে হাত জোড় করে কীঅ বা বলছেন মাহিরা। গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড সেরিমনিতে দুবাইয়ে গিয়েছিলেন রণবীর। অনুষ্ঠানের পর দুজনেই অবশিয শাটারবাগদের সামনে পোজ দেন।
![রণবীর কাপুরকে হাতজোড় করে কী বলছেন মাহিরা খান? রণবীর কাপুরকে হাতজোড় করে কী বলছেন মাহিরা খান?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/20/81335-ranbir-mahira.jpg)
ওয়েব ডেস্ক: দুবাইয়ে এক অনুষ্ঠানের ব্যাক স্টেজে রণবীর কাপুরকে হাতজোড় করে কী বলছেন মাহিরা খান? এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তাঁর ছবি রইস-এর প্রোমোশনে ভারতে আসতে পারেননি অভিনেত্রী। এই মুহূর্তে কোনও পাক অভিনেতাকে কাস্টও করছেন না কোনও ভারতীয় পরিচালক। তাহলে হাত জোড় করে কীঅ বা বলছেন মাহিরা। গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড সেরিমনিতে দুবাইয়ে গিয়েছিলেন রণবীর। অনুষ্ঠানের পর দুজনেই অবশিয শাটারবাগদের সামনে পোজ দেন।