IIFA 2023: ভিকির ‘শীলা কি জওয়ানি’ থেকে হৃতিকের ‘এক পল কা জিনা’, আইফার ভাইরাল ভিডিয়ো...
IIFA 2023 Viral Video: শনিবার আবু ধাবিতে আইফার মঞ্চ ছিল তারকার হাট। তবে যিনি উপস্থিত না থেকেও রাজ করলেন দর্শকমনে, তিনি হলেন আলিয়া। তাঁর দুটি ছবি গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ও ব্রহ্মাস্ত্রর ঝুলিতেই গেল আইফার বেশিরভাগ পুরস্কার। পাশাপাশি সঞ্চালনায় নজর কাড়লেন ভিকি কৌশল। নাচে গানে জমিয়ে দিলেন সলমান খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবছর আবু ধাবিতে বসেছিল আইফার আসর। দুদিন ধরে চলল আইফার(IIFA 2023) অনুষ্ঠান। শুক্রবার ছিল আইফা রকস ইভেন্ট ও শনিবার ছিল আসল অ্যাওয়ার্ড সেরেমনি। সলমান খান(Salman Khan), হৃতিক রোশন(Hrithik Roshan), অভিষেক বচ্চন থেকে শুরু করে ভিকি কৌশল(Vicky Kaushal), নোরা ফতেহি, সারা আলি খান(Sara Ali Khan) একই ছাদের তলায় হাজির কয়েক প্রজন্মের বলি তারকা। তবে যিনি উপস্থিত না থেকেও রাজ করলেন দর্শকমনে, তিনি হলেন আলিয়া ভাট(Alia Bhatt)। তাঁর দুই ছবিই জিতে নিল একাধিক পুরস্কার। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন বিভাগে হলেন সেরার সেরা?
IIFA 2023 বিজয়ীদের তালিকা-
ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব: কমল হাসান
ফ্যাশন দুনিয়ায় অসামান্য কৃতিত্ব: মনীশ মালহোত্রা
সেরা ছবি: দৃশ্যম ২
সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)
সেরা অভিনেতা (মহিলা): আলিয়া ভাট (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা অভিনেতা (পুরুষ): হৃতিক রোশন (বিক্রম বেধা)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (মহিলা): মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): অনিল কাপুর (যুগ যুগ জিয়ো)
সেরা ডেবিউ (পুরুষ): শান্তনু মাহেশ্বরী (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি), বাবিল খান (কালা)
সেরা ডেবিউ (মহিলা): খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)
সেরা অ্যাডাপ্টেড গল্প: আমিল কেয়ান খান এবং অভিষেক পাঠক (দৃশ্যম ২)
সেরা মৌলিক গল্প: পারভেজ শেখ এবং জসমিত রিন (ডার্লিংস)
আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্ব: রীতেশ দেশমুখ (মারাঠি ছবি বেদ)
সেরা সম্পাদনা: দৃশ্যম ২
সেরা সিনেমাটোগ্রাফি: গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
সেরা চিত্রনাট্য: গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
সেরা সংলাপ: গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
সেরা স্পেশ্যাল এফেক্ট (ভিজ্যুয়াল): ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা
সেরা সঙ্গীত পরিচালনা: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)
সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র ১-এর রসিয়া গানের জন্য)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: বিক্রম বেধা
সেরা সাউন্ড মিক্সিং: মনিকা ও মাই ডার্লিং
সেরা কোরিওগ্রাফি: ভুল ভুলাইয়া ২
সেরা সাউন্ড ডিজাইন: ভুল ভুলাইয়া ২
আরও পড়ুন- Godhuli Alap: উকিলবাবু ও নোলকের জন্য মনখারাপের ঝড়, জাপান-বাংলাদেশের আবেগ আছড়ে পড়ল কলকাতায়..
ইতোমধ্যেই আইফার মঞ্চ থেকে ভাইরাল বেশ কয়েকটি ভিডিয়ো। সেখানে একদিকে রয়েছে হৃতিকের এক পল কা জিনা ডান্স ভিডিয়ো, তো অন্যদিকে সলমানের নাচের ভিডিয়ো।
এমনকী রাখি সাওয়ান্তের সঙ্গে শীলা কি জওয়ানি নেচে ভাইরাল ভিকি কৌশলও। সবমিলিয়ে নাচে গানে নস্টালজিয়ায় জমজমাট ছিল আইফার মঞ্চ।
Trust Rakhi to be extra chaotic But damn those moves #VickyKaushal #SaraAliKhan #RakhiSawant #IIFA2023 pic.twitter.com/PkyrLz4E19
— A (@scrappinthrough) May 28, 2023