তামিলনাড়ুতে মুক্ত বিশ্বরূপম
আজ তামিলনাড়ুতে মুক্তি পাচ্ছে কমল হাসানের বহু বিতর্কিত ছবি বিশ্বরূপম। দু`সপ্তাহ ধরে চলা টালাবাহানার পর অবশেষে সাতটি সিন এডিট করে মুক্তি পাচ্ছে বিশ্বরূপম। ইতিমধ্যেই ভারতের অন্যান্য রাজ্যে বিশ্বরূপম হিন্দিতে মুক্তি পেয়েছে। তামিল নাড়ুতে মুক্তির এক দিন আগেই বুধবার নিজের বাড়িতে বিশ্বরূপম প্রদর্শন করেছেন তামিল তারকা রজনীকান্ত। তবে বিশ্বরূপম ঘিরে বিতর্ক ঘোরতর আকার নিলেও এর মধ্যেই ছবিটির সিকোয়েল বিশ্বরপম ২-এর শুটিং শুরু করে দিয়েছেন কমল হাসান।
আজ তামিলনাড়ুতে মুক্তি পাচ্ছে কমল হাসানের বহু বিতর্কিত ছবি বিশ্বরূপম। দু`সপ্তাহ ধরে চলা টালাবাহানার পর অবশেষে সাতটি সিন এডিট করে মুক্তি পাচ্ছে বিশ্বরূপম। ইতিমধ্যেই ভারতের অন্যান্য রাজ্যে বিশ্বরূপম হিন্দিতে মুক্তি পেয়েছে। তামিল নাড়ুতে মুক্তির এক দিন আগেই বুধবার নিজের বাড়িতে বিশ্বরূপম প্রদর্শন করেছেন তামিল তারকা রজনীকান্ত। তবে বিশ্বরূপম ঘিরে বিতর্ক ঘোরতর আকার নিলেও এর মধ্যেই ছবিটির সিকোয়েল বিশ্বরপম ২-এর শুটিং শুরু করে দিয়েছেন কমল হাসান।
গত শনিবার বিশ্বরূপম বিতর্কের অবসান করতে চেন্নাইয়ে সরকারি আধিকারিক ও মুসলিম সংগঠনের শীর্ষনেতাদের সঙ্গে আলোচনায় বসেন ছবির পরিচালক। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকে ছবির বিতর্কিত অংশ নিয়ে আলোচনা হয়। শেষপপর্যন্ত ছবির কিছু অংশ বাদ দিতে সম্মত হন কমল হাসান। বৈঠক শেষে মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গে পরিচালক একটি চুক্তিও সই করেছেন বলে খবর। যদিও, কমল হাসানের দাবি ছবির দৃশ্য নয়, শুধুমাত্র কয়েকটি সাতটি দৃশ্যের সাউন্ড ক্লিপ বাদ দিতে রাজি হয়েছেন তিনি। এর পরই বিশ্বরূপমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তামিলনাড়ু সরকার।