''মানুষকে বলতে এসেছি নিজের অধিকার ছিনিয়ে নিন'', কেশিয়াড়িতে বললেন Mithun

মিঠুন চক্রবর্তীর কথায়, ''মানুষকে আত্মবিশ্বাস দিতে এসেছি। বলতে এসেছি নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার''। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 25, 2021, 07:03 PM IST
''মানুষকে বলতে এসেছি নিজের অধিকার ছিনিয়ে নিন'', কেশিয়াড়িতে বললেন Mithun

পায়েল অধিকারী : ''কোই শক! এবারে ২০০র বেশি আসনে জয় পাবে বিজেপি।'' বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে প্রচার চলাকালীন Zee ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, ''মানুষকে আত্মবিশ্বাস দিতে এসেছি। বলতে এসেছি, নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার''। 

এদিন দৃপ্ত কণ্ঠে মিঠুন চক্রবর্তী বলেন, ''মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার একটাই স্লোগান গরিবকে বলো, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে। আরও একটা কথা বলব, বাংলার মানুষকে আন্ডার এস্টিমেট করবেন না, তাঁরা কেউ ভয় পান না, সকলেই বেরিয়ে এসে ঠিক ভোট দেবেন।'' বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে হুডখোলা জিপে চড়ে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। রোড শোয়ে তাঁর পাশে ছিলেন কেশিয়াড়ি বিধানসভার বিজেপি প্রার্থী সোনালী মুর্মু। 

এদিন মিঠুন চক্রবর্তীকে দেখতে কেশিয়াড়িতে মানুষের ঢল ছিল চোখে পড়ার মত। রোড শো চলাকালীন অনুগামীর উদ্দেশ্যে ফুল ছুঁড়ে দিতে দেখা যায় 'মহাগুরু'কে। আবার কখনও পাশ দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সকে আগে ছেড়ে দিতে বলেন অভিনেতা। মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিজেপির হয়ে ভোট প্রচারে যাওয়ার কথা মিঠুন চক্রবর্তীর। 

.