যুবা থেকে পিকু, ক্রমশই বলিউডের ফেভরিট শুটিং ডেস্টিনেশন হয়ে উঠছে রাজ্য

বলিউডি ছবিতে কলকাতাকে ব্যবহারের ট্রেন্ড শুরু হয়েছিল বেশ কয়েকবছর আগেই। পরিনীতা ছবিতে উত্তরের চা বাগান ব্যবহার করেছিলেন পরিচালক প্রদীপ সরকার। এরপর বলিউড ক্রমশঃ ক্যামেরায় আপন করে নিয়েছে কলকাতাকে।

Updated By: Nov 11, 2014, 06:02 PM IST
যুবা থেকে পিকু, ক্রমশই বলিউডের ফেভরিট শুটিং ডেস্টিনেশন হয়ে উঠছে রাজ্য

ওয়েব ডেস্ক: বলিউডি ছবিতে কলকাতাকে ব্যবহারের ট্রেন্ড শুরু হয়েছিল বেশ কয়েকবছর আগেই। পরিনীতা ছবিতে উত্তরের চা বাগান ব্যবহার করেছিলেন পরিচালক প্রদীপ সরকার। এরপর বলিউড ক্রমশঃ ক্যামেরায় আপন করে নিয়েছে কলকাতাকে।

গঙ্গার পার, দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট, শহরের ট্যাক্সি, রিক্সা, রাস্তাঘাট, বিদ্যাসাগর সেতু। যুবা ছবির শুটিংও হয়েছিল কলকাতার বুকে। ধাপে ধাপে সবকিছুই বলিউড সেলুলয়েডে বন্দি হয়ে ঢুকে পড়েছে তামাম দেশবাসীর ড্রয়িংরুম বা মাল্টিপ্লেক্সে। যার প্রতিফলন কলকাতা চলচিত্র উত্সবের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কথায়। সাম্প্রতিক একঝাঁক বলিউডি ছবিতে আইটেম নাম্বার বা লোকেশনের USP কিন্তু কলকাতাই।

কাহানি ছবির গোটা নাটকীয়তাই কলকাতা কেন্দ্রীক। মেট্রো রেলের কামরা থেকে শুরু করে বব বিশ্বাসের ক্রাইম ক্লাইম্যাক্স। সবটাই এই শহর। গুন্ডে ছবিতেও আগাগোড়াই এই শহরের ছবি। এমনকী, এ ছবির শুটিংয়ে টানা চার দিন বন্ধ ছিল উত্তরের মানিকতলা বাজার। যার হাত ধরে মূলত বলিউডের এই টলিউড সফর, তিনি পরিচালক অরিন্দম শীল। বুলেট রাজা বা মনিরত্নমের যোদ্ধাও তার ব্যতিক্রম নয়। অনুরাগ বসুর বরফি ছবির থিম শৈলরানী দার্জিলিং। আর হালফিলে বিগ বি কে শহরের রাস্তায় বাইসাইকেল চেপে শুটিং করতে দেখা যাচ্ছে, সেই সুজিত সরকারের পিকুও কলকাতার ক্যানভাসেই জন্ম নিচ্ছে তিলতিল করে।

শুধু বলিউডি আদানপ্রদান নয়। এবার পা রাখছে হলিউড। তৈরি হচ্ছে কাহানির ইংলিশ রিমেক। সিনেমা আর পর্যটন এভাবে মিশে গেলে ফায়দা সবার। মনে করছেন ফিল্মের কারবারিরা। রাজ্যে পর্যটনের লগ্নি আর সিনেমা শিল্পে জোয়ার। এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্যেই কি এগোচ্ছে পশ্চিমবঙ্গ?

 

.