সইফ-করিনার জীবনের গোপনীয়তা প্রকাশ্যে, ভাইরাল ভিডিয়ো
পুরনো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![সইফ-করিনার জীবনের গোপনীয়তা প্রকাশ্যে, ভাইরাল ভিডিয়ো সইফ-করিনার জীবনের গোপনীয়তা প্রকাশ্যে, ভাইরাল ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/10/254925-saaifuuu.jpg)
নিজস্ব প্রতিবেদন : ২০১২ সালে সইফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা কাপুর খান। টশন-এর সেট থেকে যখন করিনার সঙ্গে সইফের প্রেমপর্ব শুরু হয়, তখন থেকেই সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। টশন, কুরবান, ওমকারা-র মতো একাধ্ক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন সইফ-করিনা। কুরবান-এর প্রমোশনের সময় একটি শোয়ে হাজির হন সইফ আলি খান এবং কাপুর-কন্যা।
দেখুন ভিডিয়ো...
ক্যামেরার সামনে ওই সময় খুনসুটিতে মজে ওঠেন সইফ, বেবো। ঘুমোতে যাওয়ার আগে করিনা কী বলেন, এমন প্রশ্ন করেন সইফ। যার উত্তরে করিনা বলেন, ঘুমোতে যাওয়ার আগে টিভি দেখেন তিনি। টিভি দেখার পর শুতে যান। যা শুনে হেসে ফেলেন সইফ। পাশাপাশি তিনি আরও বলেন, ঘুমোতে যাওয়ার আগে করিনা যা করেন, তা প্রকাশ্যে বলতে পারবেন না সইফ। ছোটে নবাবের কথা শুনে হেসে ফেলেন দর্শকরা।
প্রসঙ্গত, শাহিদ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান করিনা। শোনা যায়, শাহিদের সঙ্গে বিয়ের সব তোড়জোড় শুরু হলেও, শেষে কাপুর কন্যার সঙ্গে পঙ্কজ কাপুরের ছেলের বিচ্ছেদ হয়ে যায়।