Tanishaa Mukerji: 'বাচ্চাটাচ্চা হলে মিনিমাম ৫ বছর মেয়েদের বাড়িতেই থাকা উচিত', কাজলের বোন তানিশার উপলব্ধি...
Tanishaa Mukerji: তানিশা বলেছিলেন, 'কেবল একজন মা' তাঁর সন্তানকে ঠিক মতো বড় করতে পারেন এবং অন্য কেউ মায়ের মতো করে সন্তানদের মানুষ করতে পারেন না...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবীণ অভিনেত্রী তনুজা (Tanuja Mukerji) নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর মনের একটি কথা, তিনি অভিনয় করতে চেয়েছিলেন বলে অভিনয় করেছেন তা একেবারেই নয়, তিনি করেছেন কারণ তাঁকে করতে হয়েছিল পরিবারের আর্থিক সংকটের জন্যে। অভিনেত্রীকে প্রচুর কাজ করতে হয়েছিল কারণ তাঁকে তাঁর পরিবারের পাশে দাঁড়াতে হয়েছিল। তনুজা, তাঁর স্বামী শোমু মুখার্জির (Shomu Mukherjee) সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার সময় তাঁকে তাঁর দুই মেয়েকে মানুষ করতে অনেক পরিশ্রম করতে হয়েছিল। সবকিছু সামলে কাজল (Kajol Mukerji) এবং তানিশাকে (Tanishaa Mukerji) দেখাশোনা করতে হতো তাঁকে। তনুজাকে তাঁর মেয়েদের থেকে দূরে থাকতে হয়েছিল বারংবার এবং এতে যদিও অভ্যস্তও হয়ে গিয়েছিল কাজল এবং তানিশা। একটি অতি সাম্প্রতিক সাক্ষাৎকারে, তানিশা জানিয়েছেন, তিনি চান তাঁর মা যেন একজন কর্মজীবী মহিলা না হন। তিনি মনে করেন কোনও মহিলার সন্তান হওয়ার পরে কমপক্ষে পাঁচ বছর বিরতি নেওয়া উচিত।
একটি জনপ্রিয় সংবাদ সংস্থার সঙ্গে কথোপকথনে অভিনেত্রী বলেছেন, 'আমার মা একজন কর্মজীবী মহিলা ছিলেন, কিন্তু আমি আশা করি তিনি কর্মজীবি না হন। আমি যখন জন্মগ্রহণ করি, আমার মাকে আমাদের পরিবারের পাশে দাঁড়াতে কাজ করতে হয়েছিল। তখন আমাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আমার মা প্রতিদিন অন্তত দুই থেকে তিন শিফটে কাজ করতেন। আমি কখনই আমার মায়ের সঙ্গে দেখা করতে পারব না তবে আমি এখনও তাঁর ঘরে ঘুমাতাম যাতে তাঁকে আরও কাছ থেকে অনুভব করতে পারি।'
তানিশা বলেছিলেন, 'কেবল একজন মা' তাঁর সন্তানকে ঠিক মতো বড় করতে পারেন এবং অন্য কেউ মায়ের মতো করে সন্তানদের মানুষ করতে পারেন না। 'আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মায়েদের তাঁদের সন্তানদের সঙ্গে বাড়িতে থাকা উচিত কারণ শুধুমাত্র একজন মাই শিশুকে সত্যিকার অর্থে কিছু শেখাতে পারেন, সন্তানকে ঠিক মতো লালন-পালন করতে পারেন। একমাত্র মা-ই পারেন ঠিক মতো সন্তানদের মানুষ করতে। মায়ের মতো কখোনোই স্কুল বা আয়া বা দেখাশোনা করার মেয়েরা করতে পারেনা। 'নিজের সন্তানকে রেখে কাজে যাওয়া' এই বিষয়টাকে আমি খুব একটা পছন্দ করি না।' তিনি এর সঙ্গে আরও যোগ করেন, 'আমি মনে করি যে আপনি যদি সন্তান নিতে চান, তাহলে সন্তানকে মানুষ করতে নিজের জীবন থেকে পাঁচটা বছর দিন। তারপর যা খুশি তাই করুন। আমি আমার মায়ের সঙ্গে খুবই জড়িয়ে আছি। তাই যখনই আমি তাঁকে আমার চারপাশে থাকি তখনই মনে পড়ে আমি তাঁকে কখনই একা ছেড়ে দিতাম না। আমি এখনও আমার মাকে আস্টেপিস্টে আঁকড়ে ধরে আছি।'
আরও পড়ুন- Mamta Kulkarni: 'দুশ্চরিত্র' মমতাকে সাধ্বী বানাল কে! আখড়ার বেয়াদবিতে তোলপাড় কুম্ভ...
এর আগে একটি সাক্ষাৎকারে তানিশা বলেছিলেন তনুজা একজন 'কর্মজীবী সিঙ্গেল মা' ছিলেন। 'বাচ্চাদের একা হাতে মানুষ করা সিঙ্গেল মায়েদের জন্য সহজ নয়। তাঁদের টেবিলে খাবার রাখতে হবে এবং তাদের বাচ্চার যত্ন নিতে হবে। সৌভাগ্যক্রমে, আমরা একটি যৌথ পরিবারে থাকতাম। আমরা আমাদের ঠাকুমা দাদুর কাছে বড় হয়েছি, এই কারণেই আমাদের তিনটি প্রজন্ম লালনপালন করেছে।'
তিনি আরও বলেন, 'আমার একটি খুব সাধারণ পরিবার আছে। আমার মা খুবই সাধারণ একজন মানুষ। তিনি একজন অতি সাধারণ ভারতীয় মা। তিনি জানেন কিভাবে তাঁর সন্তানদের লালন-পালন করতে হবে, সঠিক শিক্ষা দিয়ে বড় করতে হবে। তিনি আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে শিখিয়েছেন, পাশাপাশি আমাদের নষ্টও করেছেন। তবে, শৃঙ্খলা তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সকলের সঙ্গে কিরকম ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে -এই সকল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ঠিক হয়, তাহলে সবটা ঠিক হবে। আমার মা এই বিষয়টিতে খুবই জোর দিয়েছিলেন। আমরা কীভাবে আচরণ করবো সেই সম্পর্কেও তিনি খুবই জোর ছিলেন। তিনি চাইতেন আমাদের অবশ্যই ভালো আচরণ করতে হবে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)