Yo Yo Honey Singh: অশ্লীল গান গাওয়ার অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে, কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ আদালতের

৪ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে হানি সিংকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত

Updated By: Feb 3, 2022, 05:07 PM IST
Yo Yo Honey Singh: অশ্লীল গান গাওয়ার অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে, কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদন: ইন্টারনেটে একটি অশ্লীল গান গাওয়া ও তা আপলোড করার জন্য গায়ক হানি সিংয়ের (Yo Yo Honey Singh) বিরুদ্ধে মহারাষ্ট্রের নাগপুরের পঞ্চপাওলি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। সেই অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয় একটি মামলা। কিছুদিন আগেই সেই মামলায় স্থানীয় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার তাঁর কন্ঠস্বরের নমুনা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয় নাগপুরের একটি জেলা আদালত। 

২৭ জানুয়ারি জেলা ও অতিরিক্ত দায়রা বিচারক এস এ এস এম আলি গায়ককে ৪ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে নাগপুরের পাঁচপাওলি থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। বিদেশে যাওয়ার কথা ছিল হানি সিংয়ের। সেইজন্য তার উপর আরোপিত শর্ত শিথিল করার জন্য আগেই আবেদন করেছিলেন তিনি। আদালত সেই আবেদন গ্রহণ করে। আবেদন অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি অবধি দুবাইয়ে থাকার কথা গায়কের। তাই আদালত তাঁকে ৪ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে থানায় হাজিরা দিতে বলে। অন্যদিকে সেইসময় হানির এই আবেদনের বিরোধিতা করেছিলেন তদন্তকারী অফিসার। 

আরও পড়ুন: Dev-Prosenjit: একসঙ্গে পথ চলা শুরু দেব-প্রসেনজিতের, মুহূর্তবন্দি হল ‘কাছের মানুষ’

তদন্তকারী অফিসার জানান যে, গায়কের ২৫ জানুয়ারি থানায় হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তিনি হাজিরা দেননি এবং একটি ইমেলে হানি জানিয়েছিলেন যে তিনি থানায় উপস্থিত হতে পারবেন না। তদন্তকারী অফিসারের দাবি, গায়ক তদন্তে সহযোগিতা করছেন না এবং যদি তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয় তবে তিনি আদালতে উপস্থিত থাকতে পারবেন না। পঞ্চপাওলি থানার পুলিশ হানি সিংয়ের বিরুদ্ধে ২৯২ ধারায় (বিক্রয়, অশ্লীল সামগ্রী বিতরণ) এবং আইপিসি এবং তথ্য প্রযুক্তি আইনের অন্যান্য প্রাসঙ্গিক ধারার অধীনে একটি অভিযোগ নথিভুক্ত করেছে। আনন্দপাল সিং জব্বল নামের এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে মামলা।

আরও পড়ুন: TRP List: 'মিঠাই'-এর একছত্র আধিপত্যের অবসান, TRP তালিকায় প্রথমবার শীর্ষে 'গাঁটছড়া','আলতা ফড়িং'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.