মোদি ঝড় আছড়ে পড়ল শেয়ার বাজারে
অন্তিম রায় আসার আগেই শেয়ার বাজার গরম গেরুয়া ঝড়ে। বাজার খুলতেই বোম্বে স্টক একচেঞ্জ ৩০০ পয়েন্ট ছোঁয়। নিফটি ৭১০০ উপর কেনাবেচা শুরু হয়। মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতেই বাজারের এমন জোয়ার আসে।
তখতে মোদী, ইউপিএ-কে হটিয়ে দিল্লির মসনদ দখল করতে চলেছে এনডিএ জোট, বলছে সব বুথ ফেরত সমীক্ষাই
কোন দিকে যাবে দেশের রায়? ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে তা নিয়ে চুলচেরা বিচার। বুথফেরত সমীক্ষাগুলির অধিকাংশই ইঙ্গিত দিচ্ছে দিল্লি মসনদ যাচ্ছে এনডিএ-র দখলে। ২৪৯ থেকে ৩৪০টি পর্যন্ত আসন এনডিএ-কে দিয়েছে
EXIT POLL- সারা দেশে ২৭২ থেকে ২৮৩টি আসন পেতে পারে বিজেপি
রেকর্ড সংখ্যক ভোটদানে শেষ হল লোকসভা নির্বাচন. দেখে নেব কী বলছে বুথ ফেরত সমীক্ষা-
রাজ্যে তৃণমূল পেতে পারে ২০টি, বামফ্রন্ট ১৫, কংগ্রেস ৫ ও বিজেপি ২টি আসন: EXIT POLL
অশান্তি আর বিক্ষিপ্ত সন্ত্রাসের আবহের মধ্যেই রাজ্যে মিটল শেষ দফার ভোটগ্রহণ. প্রকাশিত হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা. দেখে নেব কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজ্য-
জেলাভিত্তিক LIVE UPDATE-মুর্শিদাবাদ ও নদিয়া
রাজ্যের সাত জেলার ১৭টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ভোট দিচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর ও নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর। পড়ুন এই ৩ কেন্দ্রের LIVE UPDATE-
জেলাভিত্তিক LIVE UPDATE-পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যের ১৭টি আসনে চলছে ভোটগ্রহণ। ভোট চলছে পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। দেখে নেব এই কেন্দ্রের প্রার্থী কারা-