চাকদায় কংগ্রেস পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের দিকে
নদিয়ার চাকদায় কংগ্রেস পার্টি অফিসে ভাঙচুর করা হল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। শাসক দল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।
নদিয়ার চাকদায় কংগ্রেস পার্টি অফিসে ভাঙচুর করা হল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। শাসক দল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।
লোকসভার পাশাপাশি চাকদা বিধানসভারও উপনির্বাচন। গতকাল প্রার্থীদের সমর্থনে চাকদায় মিছিল করে কংগ্রেস। তার পরেই রাতে চাকদা স্টেশন সংলগ্ন কংগ্রেসের সদর কার্যালয়ে হামলা হয়। ব্যাপক ভাঙচুর করা হয় ওই দফতরে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ বারবার জানানোর পরেও পুলিস ব্যবস্থা নেয়নি। তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, ২০১৪ সাল থেকে পতন শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ২০১৬ সালে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস ও তার নেত্রীকে উত্খাত করবে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর খাসতালুক হাজরায় আয়োজিত জনসভায় এই ভবিষ্যৎবাণী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈর্ষার কারণেই সম্পূর্ণ হয়নি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের কাজ। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দেখিয়ে তিনি কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করে চলেছেন। শনিবার হাজরার জনসভায় একে একে তোপ দাগছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, এই প্রকল্প কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের হাতে থাকলে এতদিনে শেষ হয়ে যেত প্রকল্পের কাজ।