কর্মীদের বিক্ষোভে প্রচার না করেই ফিরলেন তৃণমূল প্রার্থী মমতাজ
দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে প্রচার না করেই ফিরে আসতে হল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতাকে। আজ সকালে ভাতার এলাকায় প্রচারে যান মমতাজ। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক বনমালি হাজরা। কিন্তু বিজুপুর গ্রামে যেতেই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী।
দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে প্রচার না করেই ফিরে আসতে হল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতাকে। আজ সকালে ভাতার এলাকায় প্রচারে যান মমতাজ। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক বনমালি হাজরা। কিন্তু বিজুপুর গ্রামে যেতেই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী।
বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, প্রচারে কেবলমাত্র স্থানীয় বিধায়কের অনুগামীদের রাখা হয়েছে, এলাকার তৃণমূল নেতাদের ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়েছেন স্থানীয় বিধায়ক। আজ ভাতারের বিজুপুর, কুবাজপুর, পলসোনা ছাড়া আরও তিন চারটি গ্রামে প্রচারে যাওয়ার কথা ছিল মমতাজ সঙ্ঘমিতা। কিন্তু প্রচার না করেই তিনি ফিরে যান।
এই কেন্দ্রে ভোট হবে ৩০ এপ্রিল। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী হলেন সঈদুল হক, কংগ্রেস প্রার্থী প্রদীপ অগস্তি, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।