দু লক্ষ `ভক্তের পুজো` নিয়ে মন্দির শহরে মোদীর মনোনয়ন পেশ
২ লক্ষ `ভক্তের পুজো` নিয়ে মন্দির শহরে মোদীর মনোনয়ন পেশ
-----------------------------------------------------------
প্রায় ২ লক্ষ ভক্তের ভিড়ে মিশে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বারাণসীর কা মনোনয়ন জমা দেওয়ার পর মোদী বলেন, এই পবিত্র শহরে মানুষের ভালবাসায় তিনি আপ্লুত। এর আগে গুজরাটের ভদোদরা কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেন মোদী। দুটি কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মনোনয়ন পেশের সময় মোদীকে নিয়ে নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মত।
মন্দির নগরে মোদীর মনোনয়ন পেশ একেবারে উত্সাহের চেহারা নিয়েছিল। গতকাল এই কেন্দ্রে মনোনয়ন পেশ করেন আপ প্রধান কেজরিওয়াল। কেজরিওয়ালের রোড শো দেখে কিছুটা কপালে বাঁজ পড়েছিল স্থানীয় বিজেপি নেতাদের। কিন্তু আজকের মোদী গ্র্যান্ড শোয়ের পর বিজেপি নেতারা চমনমে হয়ে উঠেছেন। আজই আবার টাইমস ম্যাগাজিনের পোলে মোদীকে হারিয়ে সেরা নির্বাচিত হন কেজরিওয়াল। কিন্তু বারাণসীতে এর কোনও প্রভাব পড়বে না বলেই জোর গালায় বলছেন বিজেপি নেতারা।
২০০৯ সালে মুরলীমনোহর জোশীর হাত ধরে বারাণসীতে জয়ী হয়েছিল বিজেপি৷ এবার অবশ্য মোদির জন্য এই আসন ছেড়ে সরতে হয়েছে জোশীকে৷ তাই নিয়ে বিতর্কও হয়েছে একপ্রস্থ৷