৫০ দিনে ৩২ সদ্যোজাতর মৃত্যু! প্রশ্নের মুখে বদায়ুঁর সরকারি হাসপাতাল
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট-এ বিগত ৫০ দিনে ৩২ সদ্যোজাতর মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: দু’মাসেরও কম সময়ের মধ্যে একই সরকারি হাসপাতালে মৃত্যু হল ৩২ নবজাতকের। এই ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে ওই হাসপাতালের পরিকাঠামো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁর জেলা মহিলা হাসপাতালে (District Women Hospital)।
Budaun: 32 children have lost their lives in the Special Newborn Care Unit (SNCU) of Women District Hospital in last 50 days. Manjeet Singh, CMO Budaun says,"the children who were admitted to SNCU had serious diseases & possibility of their survival was less." pic.twitter.com/gppBODdxSv
— ANI UP (@ANINewsUP) August 11, 2019
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (Special Newborn Care Unit)-এ বিগত ৫০ দিনে ৩২ সদ্যোজাতর মৃত্যু হয়েছে। এই ঘটনায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মনজিৎ সিং বলেন, “যে সব শিশু এখানে ভর্তি হয়েছিল তারা গুরুতর অসুস্থ ছিল এবং তাদের বাঁচার সম্ভাবনাও কম ছিল।”
আরও পড়ুন: অজান্তে বাড়তে থাকা কিডনির সমস্যা চিনে নিন এই উপসর্গগুলি থেকে
Dr Rekha Rani, Superintendent of District Women Hospital, Budaun: This month there has been increase in admission of children & among them some were admitted with multi-organ failure. Around 20 children were treated & discharged. pic.twitter.com/rolfafStoD
— ANI UP (@ANINewsUP) August 11, 2019
হাসপাতালের সুপার ডঃ রেখা রানি জানান, এখানে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়া শিশুদের মধ্যে অন্তত ২০টি শিশুকে চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। যদিও হাসপাতালের সুপার বা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ব্যাখ্যা সত্ত্বেও হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে ক্ষোভ রয়েছে জেলার সাধারণ মানুষের মধ্যে।