মানুষের বুকের দুধে আছে ক্যান্সারের প্রতিষেধক, দাবি বিজ্ঞানিদের
মানুষের বুকের দুধ থেকে তৈরি হতে পারে ক্যান্সারের প্রতিষেধক। এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।
মানুষের বুকের দুধ থেকে তৈরি হতে পারে ক্যান্সারের প্রতিষেধক। এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।
মানুষের দুধে ল্যাকটাপিন নামের যে প্রোটিনটি থাকে সেটি ক্যান্সার কোষ গুলিকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন সাইবেরিয়ান মেডিক্যাল ইনসটিটিউটের বৈজ্ঞানিকরা।
প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় আপাতত দু`জন ক্যান্সার আক্রান্ত রোগীর উপর ল্যাকটাপিন প্রয়োগ চলছে বলে জানিয়েছেন প্রজেক্ট লিডার ভ্যালেন্তিন ভ্ল্যাসোভস।
ল্যাকটাপিনের মধ্যে অবস্থিত একটি ছোট্ট পেপটাইড সুস্থ কোষ গুলির কোনও ক্ষতি না করেই ক্যান্সার কোষগুলিকে নষ্ট করে দিতে পারে বলে জানিয়েছেন ভ্যালেন্তিন।
ইঁদুরের উপর পরীক্ষা করে জানা গিয়েছে এই প্রোটিন ফুসফুস ও যকৃতের ক্যান্সারের উপর খুবই উপযোগী।