Cancer New Vaccine: অক্সফোর্ডের রিসার্চে সারবে ক্যানসার! ভ্যাকসিন-গুণে শুরুর আগেই মরবে দোষ...
Cancer Immuno-Prevention Programme: এমন এক প্রতিষেধক তৈরি হয়েছে যা ক্যানসারকে শুরুর আগেই সমূলে উত্খাত করবে। আজকাল অল্পবয়সী মানুষদের মধ্যে ক্যানসারের প্রবণতা বেড়ে চলেছে। যদিও ক্যানসার মানেই মৃত্যু এই ধারনা মানুষের কিছুটা বদলেছে। তবে এই টিকা নাকি ২০ বছর পর্যন্ত ক্যানসারের সম্ভবনা দূর করতে প্রস্তুত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মারণ রোগগুলির মধ্যে মানুষের সবথেকে বেশি ক্যানসারকে নিয়ে। এই রোগ শরীরে বাসা বাঁধলে ধীরে ধীরে শেষ হয়ে যায় মানুষ। এদিকে অল্পবয়সী মানুষদের মধ্যে ক্যানসারের প্রবণতা বেড়ে চলেছে। যদিও ক্যানসার মানেই মৃত্যু এই ধারনা মানুষের কিছুটা বদলেছে। তবে এবার নয়া টিকা আবিস্কার হয়েছে যা ক্যানসার হওয়ার ২০ বছর আগেই তা প্রতিরোধ করবে।
আরও পড়ুন, Dark Circles: 'ডার্ক সার্কল'কে ছোট করে দেখছেন? আপনি কিন্তু অজান্তেই ভয়ংকর রোগের কবলে পড়েছেন...
ইউভার্সিটি অফ অক্সফোর্ড এই প্রসঙ্গে জানিয়েছে, তারা ওই টিকা অবিষ্কার করেছে। যে ভ্যাকসিন তারা তৈরি করেছে, তা মানব দেহে এই মারণ রোগ বাসা বাঁধার আগেই, তৈরি করবে বর্ম। ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্ল্যাক্সো স্মিথক্লাইন ফার্মাসিউটিক্যালস্ (GSK)-এর সঙ্গে মিলে এটি তৈরি করা হচ্ছে। এই টিকা প্রি ক্যানসার স্টেজেই কোষগুলিকে শনাক্ত করবে ফলে রোগটি কখনওই ছড়িয়ে পড়বে না।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ ব্লাগডেন, যিনি নতুন জিএসকে-অক্সফোর্ড ক্যান্সার ইমিউনো-প্রিভেনশন প্রোগ্রামের সহ-নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, "ক্যানসারের জার্ম বাইরে থেকে আসে না। শরীরের মধ্যে এটি ছড়াতে এক বা দুই বছর সময় লাগে। তবে এখন আমরা জানি যে ক্যানসার ছড়াতে ২০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। কখনও কখনও এর চেয়েও বেশি সময় লাগে। একে প্রি-ক্যানসার পর্যায় বলা হয়। তাই টিকার লক্ষ্য ক্যানসারের বিরুদ্ধে টিকা দেওয়া নয়, বরং ক্যানসার-পূর্ব পর্যায়ের বিরুদ্ধে টিকা দেওয়া।"
প্রতিষেধকটির কাজ হল নিওঅ্যান্টিজেনগুলিকে খুঁজে বার করে নষ্ট করা। নিওঅ্যান্টিজেন এমন এক ধরনের প্রোটিন, যা ক্যানসার কোষেই জন্মায়। শরীরের যেখানে কোষের অনিয়মিত বিভাজন শুরু হয়ে টিউমার তৈরি হতে থাকবে, সেখানেই নিওঅ্যান্টিজেন নামে প্রোটিনটি তৈরি হবে। এই প্রোটিনের সংখ্যা যেখানে বেশি, সেখানেই ক্যানসার কোষ তৈরি হওয়ার আশঙ্কাও বেশি। এই টিকা সেই প্রোটিনকেই নষ্ট করার চেষ্টা করবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)