Corona Update India: একদিনে ১৮ শতাংশ বাড়ল সংক্রমণ, খানিকটা কমল মৃত্যু

ফের বাড়ল উদ্বেগ

Updated By: Sep 23, 2021, 10:49 AM IST
Corona Update India: একদিনে ১৮ শতাংশ বাড়ল সংক্রমণ, খানিকটা কমল মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: Corona Update India দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ (Corona Cases)। উদ্বেগ বাড়িয়ে বুধবারের তুলনায় ১৮ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ (Daily Infections)। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার (Thursday) মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯২৩ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৬ হাজার ৯৬৪ জন। দৈনিক আক্রান্তের অর্ধেকেরও বেশি সংক্রমণ কেরলে (Kerala)। সে রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৭৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা (Daily Death toll) খানিকটা কমল। বৃহস্পতিবার করোনার মৃত্যু হয়েছে ২৮২ জনের। পাশাপাশি, ১৮৭ দিনে সর্বনিম্ন করোনার সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা। দেশে বর্তমানে করোনার সক্রিয় রোগী রয়েছেন ২৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। মোট আক্রান্তের মাত্র ০.৯০ শতাংশ বর্তমানে করোনার সক্রিয় রোগী।

আরও পড়ুন: Covid19 Death: কোভিডে মৃত্যু? এবার পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ রাজ্যগুলির

দেশে একদিনে করোনা থেকে সুস্থ (Recovered) হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। মোট সুস্থের (Total Recovery) সংখ্যা বেড়ে ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন। ২০২০ সালের মার্চ মাসের পর ফের সর্বোচ্চ সুস্থতার হার (Recovery Rate)। দেশে বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৯৭.৭৭ শতাংশ। গত ২৩ দিন দৈনিক আক্রান্তের হারও রয়েছে ৩ শতাংশের নীচে। প্রতি একশো জনে দৈনিক আক্রান্তের হার (Positivity Rate) বর্তমানে ২.০৯ শতাংশ। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৮৩.৩৯ কোটি দেশবাসী। 

আরও পড়ুন: দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালেও সফল, ১৮-অনুর্ধ্বদের জন্য শীঘ্রই টিকা!

উল্লেখ্য, এবার থেকে কোভিডে মৃতদের পরিবারের (Covid Deaths) জন্য ক্ষতিপূরণ (Compensation) দেবে রাজ্যগুলি। বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) জানিয়েছে কেন্দ্র (Centre)। রাজ্যগুলির তরফে কোভিডে মৃতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। মৃতদের পরিবারকে রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দেওয়া হবে ক্ষতিপূরণের টাকা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.