করোনাভাইরাসকে অকেজো করে দিতে পারে মাউথওয়াশ!

দেখা গিয়েছে মাউথওয়াশ বা ওরাল অ্য়ান্টিসেপটিক ব্যবহার করার পর দেহে ভাইরাস লোড কমিয়ে দেয়

Updated By: Oct 25, 2020, 11:18 PM IST
করোনাভাইরাসকে অকেজো করে দিতে পারে মাউথওয়াশ!
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: মাউথওয়াশ কিংবা ওরাল অ্যান্টিসেপটিক ঠেকিয়ে দিতে পারে ভয়ঙ্কর করোনা ভাইরাসকে। এমনটাই বলছে সাম্প্রতিক এক গবেষণা।

আরও পড়ুন-মোদী-নীতীশ জুটিতেই ভরসা; বিহারে ফের ক্ষমতায় এনডিএ, বলছে জনমত সমীক্ষা

করোনাভাইরাসের ওপরে মাউথওয়াশের প্রভাব নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অব মেডিসিন। গবেষকদের দাবি, মাউথওয়াশ বা ওরাল অ্য়ান্টিসেপটিক করোনাভাইরাসকে অকেজো করে দিতে পারে। দেখা গিয়েছে মাউথওয়াশ বা ওরাল অ্য়ান্টিসেপটিক ব্যবহার করার পর দেহে ভাইরাস লোড কমিয়ে দেয়।

ওই গবেষণায় নেতৃত্বে ছিলেন কলেজের বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ও ইমিউনোলজিস্ট ক্রেগ মায়ার্স। গবেষণায় দেখা গিয়েছে মাউথওয়াশ বা ওরাল অ্য়ান্টিসেপটিক করোনাভাইরাসকে নিষ্কৃয় করে দেওয়ার ক্ষমতা রয়েছে। ফলে ধীরে ধীরা তা দেহের ভাইরাস লোডও কমাতে পারে।

আরও পড়ুন-কমছে সংক্রমণ! বাড়ছে দৈনিক সুস্থতা! জেনে নিন রাজ্যের করোনা পরিস্থিতি

মায়ার্স জানিয়েছেন, করোনা টিকার জন্য আমরা এখন অপেক্ষা করছি। এই অবস্থায় সংক্রমণ রোখাই এখন বেশি জরুরি। মাউথওয়াশ কিংবা ওরাল অ্যান্টিসেপটিক অনেকের বাড়িতেই থাকে। ফলে তা ব্যবহার করা অনেক সহজ।

.