Coronavirus : ৬৬২ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা আক্রান্ত দেশে, যদিও উদ্বেগ বাড়াল মৃত্যু

উদ্বেগ বাড়িয়ে ফের বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Covid-19) প্রাণ হারিয়েছেন ১০৮ জন। 

Updated By: Mar 8, 2022, 11:47 AM IST
Coronavirus : ৬৬২ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা আক্রান্ত দেশে, যদিও উদ্বেগ বাড়াল মৃত্যু

নিজস্ব প্রতিবেদন : আরও নামল করোনার (Coronavirus) গ্রাফ। করোনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৪০০০-এর নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন ৩,৯৯৩ জন। গত ৬৬২ দিনের মধ্যে করোনায় দৈনিক আক্রান্তের নিরিখে এটাই সর্বনিম্ন। 

বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ০.৪৬ শতাংশ। আর সাপ্তাহিক সংক্রমণের হার ০.৬৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৪৯ হাজার ৯৪৮-এ। যদিও উদ্বেগ বাড়িয়ে ফের বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Covid-19) প্রাণ হারিয়েছেন ১০৮ জন। যারফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ২১০-এ।

প্রসঙ্গত, গতকালই ৬৬০ দিন পর প্রথম ৫০০০-এর নীচে নামে সংক্রমণ। এর আগে ৫০০০-এর নীচে দৈনিক সংক্রমণ ছিল ১৬ মে, ২০২০-তে। এবার আরও খানিকটা স্বস্তি! গত ২৪ ঘণ্টায় আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্য়া। 

অন্য়দিকে, সারা দেশের সঙ্গে বাংলাতেও করোনার সংক্রমণের (Coronavirus) গ্রাফ আরও  নিম্নমুখী। সোমবার রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের (Covid-19) সংখ্যা নেমে এসেছে ৫০-এ। নতুন করে কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি রাজ্যে।

আরও পড়ুন, যুদ্ধে ছিন্ন Ukriane, একাই হাজার কিলোমিটার পাড়ি ১১ বছরের শিশুর

যুদ্ধে ছিন্ন Ukriane, একাই হাজার কিলোমিটার পাড়ি ১১ বছরের শিশুর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.