Coronavirus: দেশের করোনা গ্রাফে স্বস্তি, অনেকটাই কম মৃত্যু-সংক্রমণ
দেশে শুক্রবারের থেকে অনেকটাই কম সংক্রমণ। কিছুটা স্বস্তি ভারতে।
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৮। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৩৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৬ হাজার ৮০।
India reports 2,075 fresh #COVID19 cases, 3,383 recoveries, and 71 deaths in the last 24 hours.
Active cases: 27,802 (0.06%)
Daily positivity rate: 0.56%
Total recoveries: 4,24,61,926
Death toll: 5,16,352Total vaccination: 1,81,04,96,924 pic.twitter.com/1pJLHFTFKh
— ANI (@ANI) March 19, 2022
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৬৯ হাজার ৮৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৭২ লক্ষ ৬১ হাজার ৫৪৩।
প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাব বেড়েই চলেছে বিশ্বের একাধিক দেশে। সবচেয়ে চিন্তা বাড়াচ্ছে চিন ও দক্ষিণ কোরিয়ার সংক্রমণের হার। চিনের মূল ভূখণ্ডের পাশাপাশি হংকং-এও দুরন্ত গতিতে বাড়ছে করোনা। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছে, ২০ হাজার ৭৯ আক্রান্ত ধরা পড়েছে সেখানে। এখনও পর্যন্ত অতিমারীতে মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষ ১৬ হাজার ৯৪৪।
আরও পড়ুন, Fourth wave of Covid-19: একাধিক দেশে নেই কোভিড বিধি, চতুর্থ ঢেউ আসার আশঙ্কা