Coronavirus: কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে ফের বাড়ল মৃত্যু হার
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের।
নিজস্ব প্রতিবেদন: দেশে এখন চিন্তা বাড়ছে করোনার মৃত্যুহারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭৭৩। শনিবার করোনায় মৃত্যু হয়েছে ২৮১ জনের। আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ হাজার ৬৬২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৮৩৮ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ১৬৩। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ১৬৭ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩২৫ জন। মৃত্যু হয়েছে ১৪৩ জনের।
আরও পড়ুন, বিশ্বসেরার তালিকায় আরজিকর, কলকাতার পয়জন ইনফরমেশন সেন্টারকে স্বীকৃতি দিল WHO
রাজ্যে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭২৮ জন। এ নিয়ে রাজ্যেমোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬১ হাজার ০১৪ জন।বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ৮৫ হাজার ২১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৮১ লক্ষ ৭ হাজার ৯০২।
অন্যদিকে, কিছুদিন ধরেই জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। মালদায় এখনও পর্যন্ত ৫ দিনে ৭ শিশু মৃত্যুর ঘটনা সামনে এসেছে। জলপাইগুড়িতেও বাড়ছে শিশু মৃত্যুর ঘটনা। করোনা কালে এই সমস্ত ঘটনা আতঙ্ক বাড়িয়েছে রাজ্যের।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)