Corona Update: দেশে কিছুটা কমল সংক্রমণ-মৃত্যু, কেরলে উল্টো ছবি
গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের।
![Corona Update: দেশে কিছুটা কমল সংক্রমণ-মৃত্যু, কেরলে উল্টো ছবি Corona Update: দেশে কিছুটা কমল সংক্রমণ-মৃত্যু, কেরলে উল্টো ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/338914-covid-2.jpg)
নিজস্ব প্রতিবেদন: টানা কিছুদিনের ঊর্ধ্বগতির পর কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। পাশাপাশি দেশে বেশ কিছুটা কমল মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন।
এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণের হার কমেছে অনেকটাই।
আরও পড়ুন, Covid-19: ভাবাচ্ছে কলকাতা ও দুই ২৪ পরগনার দৈনিক কোভিড সংক্রমণ, সাড়ে ৩ লক্ষ টিকাকরণ
দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩। এখন চিন্তা বাড়াচ্ছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৫২।
প্রসঙ্গত, কিছু বছরের মধ্যে আর পাঁচটা সাধারণ রোগে মতই হয়ে যাবে করোনা। যাদের মধ্যে অনাক্রম্যতা তৈরি হয়নি অর্থাৎ ছোট শিশুরা তারাই আক্রান্ত হবে রোগে। এমনটাই বলা হয়েছে নতুন রিসার্চে। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞান বিভাগের ওটার বজর্নস্ট্যাড বলেন, SARS-CoV-2 দ্বারা নিম্নলিখিত সংক্রমণ, বয়সের সঙ্গে ক্রমবর্ধমান গুরুতর ফলাফল এবং করোনার মারাত্মক রূপ ধারণের একটি স্পষ্ট লক্ষণ দেখা গেছে।