Covid-19: পুজোর আনন্দের মাঝেই কলকাতায় বাড়ছে আক্রান্ত, রাজ্য ১২ লক্ষ টিকাকরণ

রাজ্যে মৃত্যু হয়েছে (West Bengal Covid Death) ১২ জনের।

Updated By: Oct 9, 2021, 11:18 PM IST
Covid-19: পুজোর আনন্দের মাঝেই কলকাতায় বাড়ছে আক্রান্ত, রাজ্য ১২ লক্ষ টিকাকরণ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আগের দিনের চেয়ে সামান্য কমল। তবে পুজোর আনন্দের মাঝেই কলকাতায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৬২। 

শনিবার স্বাস্থ্য দফতরের (West Bengal Heath Department) পরিসংখ্যান বলছে, রাজ্যে  নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৪২৯। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৭৭৬ জনের। সংক্রমণের হার ২.১৩%। শীর্ষে কলকাতায়। আক্রান্ত ১৬২। ফলে দেবীপক্ষে কোভিড বাড়ছে মহানগরে। তৃতীয়া থেকে ঠাকুর দেখার ভিড় যেভাবে পরিলক্ষিত হচ্ছে তাতে অশনিসংকেত দেখছেন বিশেষজ্ঞরা। 

রাজ্যে মৃত্যু হয়েছে (West Bengal Covid Death) ১২ জনের। কলকাতায় মৃত ৩। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৪ জন। নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করে মৃত্যু হয়েছে। কোভিড সেরেছে ৭৫৫ জনের। রাজ্যের সক্রিয় আক্রান্ত ৭,৬৩৪। সুস্থতার হার ৯৮.৩২%।       
 
উৎসবের আবহেই রাজ্যে এ দিন ১২ লক্ষ ছাড়িয়েছে টিকাকরণ। মোট ১২ লক্ষ ৬৬ হাজার ৯৮৩ ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৯ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছিল। 

আরও পড়ুন- পুজোয় অতিরিক্ত সময় খোলা রাখা যাবে পানশালা, ছাড় দোকান-রেস্তরাঁকে, জানাল Nabanna

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.