রাজ্যে ১০-র নীচে নামল দৈনিক কোভিড-মৃত্যু, শনিবারও সংক্রমণে শীর্ষে দার্জিলিং
শনিবার কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৮ জনের।
নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে রাজ্যের দৈনিক সংক্রমণ (West Bengal Covid Cases) কমল। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৭৩০জন। শনিবারও দৈনিক আক্রান্তের সংখ্যায় উত্তর ২৪ পরগনা ও কলকাতাকে ছাপিয়ে রাজ্যে শীর্ষে দার্জিলিং। তবে গতকালের চেয়ে কমেছে মৃতের সংখ্যা। মৃত্যু হয়েছে ৮ জনের।
স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শনিবার সংক্রমিতের সংখ্যা ৭৩০। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৮৪২ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫২ হাজার ১৮৮ জনের। সংক্রমণ হার ১.৪০%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৮। ৮৬ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৮,৪৮ ও ৩৪। গতকালের পর এ দিনও কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গিয়েছে দার্জিলিং। ওই জেলায় সংক্রামিত হয়েছেন ৮৯ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ৮৯১ জন।
শনিবার কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৮ জনের। শুক্রবার সংখ্যাটা ছিল ১৬। ফলে এ দিন মৃত্যু কমেছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে যথাক্রমে ২ ও ৩ জনের। গতকাল কলকাতায় কোভিড-মৃত্যু ছিল শূন্য। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় কোনও মৃত্যু নেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৯২০ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০৩%।
শনিবার টিকা পেয়েছেন ৩ লক্ষ ৪০ হাজার ৯৯১ জন। ১ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৫৯ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৪৩ হাজার ৭২০ জনের।
আরও পড়ুন- Moderna টিকা নিতে পারবে ১২ থেকে ১৭ বয়সীরা, অনুমোদন ইউরোপের ওষুধ নিয়ামক সংস্থার