রাজ্যে দৈনিক আক্রান্ত আরও কমল, ৪০ হাজারের নীচে সক্রিয় রোগীর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের (Covid Cases) সংখ্যা ৭,০০২। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৬৮২ জন।

Updated By: Jun 6, 2021, 08:28 PM IST
রাজ্যে দৈনিক আক্রান্ত আরও কমল, ৪০ হাজারের নীচে সক্রিয় রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ উন্নতি হচ্ছে রাজ্যের করোনাচিত্রের। টানা কমছে কোভিড (Covid) সংক্রমণ। গত ২৪ ঘণ্টা নতুন করে কোভিড সংক্রামিত (West Bengal Covid Cases) হয়েছেন ৭ হাজার ২ জন। মৃতের সংখ্যা ১০৭। সুস্থতার হার ৯৬.৩৭%। সক্রিয় রোগীর সংখ্যাও রেকর্ড কমল। বর্তমানে সক্রিয় করোনা সংক্রমিত ৩৫ হাজার ৪৫৪ জন।

 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৭,০০২। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৬৮২ জন। গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৫৩ জনের নমুনা যাচাই করা হয়েছে। সংক্রমণের হার ১১.০৯ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬৪৫। ১ হাজার ৪৩৪ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ৩৬৫, ৪৩০ ও ৩৯০।

মৃতের শতাধিক হলেও আগের চেয়ে অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১০৭ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২৩ ও ৩৪। ৪ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ৬ এবং ৩। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৫ হাজার ৮৮২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৫.৩৭%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ৩৫ হাজার ৪৫৪ জন।

আরও পড়ুন- ৩২ প্রজাতির করোনা ভাইরাস তৈরি HIV+ মহিলার দেহে! নয়া ঝড়ের আশঙ্কায় কাঁপছে বিশ্ব

.