৫৪ দিন পর সবচেয়ে কম ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৯২.০৯%
খানিক স্বস্তির বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৫৭২ কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৫ হাজার ৫২০-তে।
নিজস্ব প্রতিবেদন: ৫৪ দিন পর করোনা (Corona update) দৈনিক আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। স্বাস্থ্যমন্ত্রকের (Union Health ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত (Corona New case) হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। কমেছে সক্রিয় রোগীর সংখ্যা (Active Case)। যা খানিক স্বস্তির বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৫৭২ কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৫ হাজার ৫২০-তে।
India reports 1,27,510 new #COVID19 cases, 2,55,287 discharges & 2,795 deaths in last 24 hrs, as per Health Ministry
Total cases: 2,81,75,044
Total discharges: 2,59,47,629
Death toll: 3,31,895
Active cases: 18,95,520Total vaccination: 21,60,46,638 pic.twitter.com/AgS0JDgEGH
— ANI (@ANI) June 1, 2021
২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও অনেক কমে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট (Union Health ministry corona report) অনুযায়ী গতকাল থেকে এখনও পর্যন্ত মৃত্যু (Deaths) হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। মোট মৃতের সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫। আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার হার বেশি। ২৪ ঘণ্টায় করোনা মুক্ত (Discharge) হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২৮৭ জনের। আজকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন।
India reports lowest daily new cases of 1.27 Lakh in 54 days; a declining trend in new cases maintained. Active caseload further declines to 18,95,520 as active cases decreased by 1,30,572 in last 24 hours: Union Health Ministry
— ANI (@ANI) June 1, 2021
Total 2,59,47,629 recoveries reported across the country so far after 2,55,287 patients recovered during last 24 hours. Recovery rate continues to increase, at 92.09% today. Weekly positivity rate currently pegged at 8.64%&daily positivity rate dips to 6.62%:Union Health Ministry
— ANI (@ANI) June 1, 2021
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ২১ কোটি ৬০ লক্ষ ৪৬ হাজার ৬৩৮ জন। সুস্থতার হার ৯২.০৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক থেকে জানান হয়েছে সপ্তাহের করোনা আক্রান্তের হার ৮.৬৪ শতাংশ। দৈনিক আক্রান্তের হার ৬.৬২ শতাংশ।
#COVID19 | A total of 34,67,92,257 samples tested up to May 31. Of which 19,25,374 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/IFJLBFB65l
— ANI (@ANI) June 1, 2021