Covid Update: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৫ হাজার ৩৪২ জন, মৃত ৪৮৩
মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ০৬২তে। যদিও এর মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৬৮ হাজার ০৭৯ জন।
নিজস্ব প্রতিবেদন: টানা দু-দিন ৪০ হাজারের উপর থাকার পর আজ শুক্রবার করোনা আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৩৪২ জন (Corona Daily Cases)। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী আক্রান্ত হয়েছিল ৪১ হাজার ৩৮৩ জন। আজ করোনা মুক্ত হয়েছেন ৩৮ হাজার ৭৪০ জন। মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। এই সংখ্যাটাই গতকাল ছিল ৫০৭ জন।
মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ০৬২তে। যদিও এর মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৬৮ হাজার ০৭৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৫১৩। মোট মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৯ হাজার ৪৭০-তে।
India reports 35,342 new #COVID19 cases, 38,740 recoveries, and 483 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 3,12,93,062
Total recoveries: 3,04,68,079
Active cases: 4,05,513
Death toll: 4,19,470Total vaccination: 42,34,17,030 pic.twitter.com/F6CfWWI219
— ANI (@ANI) July 23, 2021
ভ্যাকসিন নিয়েছেন ৪২ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। মৃতের সংখ্যা ১৩। বুধবার মৃত্যু হয়েছিল ৬ জনের। কলকাতায় মৃত্যু শূন্য হয়েছিল গত শনিবার। বৃহস্পতিবার মৃতের সংখ্যা পৌঁছে গেল ৪-এ।