Covid Update: একলাফে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা, কেরলে সংক্রমণ সবচেয়ে বেশি
মহারাষ্ট্রে কমলেও কেরলে বাড়ল আক্রান্তের সংখ্যা
নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট মোতাবেক আবার একধাক্কায় অনেকটা কমে গেল মৃত্যু সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী গতকাল ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২ হাজার ২০ জনের। সেই সংখ্যাই আজ এসে দাঁড়াল ৬২৫-য়ে। বিগত কয়েকদিনের মৃত্যু পরিসংখ্যানের হিসেব থেকে দেখা যায়, সোমবারে কোভিডে মৃত্যু সংখ্যাটি ছিল ৭২৪। রবিবারে ৮৯৫, শনিবারে ১ হাজার ২০৬, শুক্রবারে ৯১১।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। সুস্থ হয়েছেন ৪১,০০০ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ০১ লক্ষ ০৪ হাজার ৭২০ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৪০৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ০৭৪ জন।
India reports 38,792 new #COVID19 cases, 41,000 recoveries, and 624 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 3,09,46,074
Total recoveries: 3,01,04,720
Active cases: 4,29,946
Death toll: 4,11,408Total vaccinated: 38,76,97,935 (37,14,441 in last 24 hrs) pic.twitter.com/wroOjdz1hc
— ANI (@ANI) July 14, 2021
মোট ভ্যাকসিন পেয়েছেন ৩৮ কোটি ৭৬ লক্ষ ৯৭ হাজার ৯৩৫ জন।