Covid Update: ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু সংখ্যা, অধিকাংশ আক্রান্ত কেরলে
মোট আক্রান্তের ৫১ শতাংশ দৈনিক সংক্রমণ ঘটছে কেরলে।
নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন। আক্রান্তের সুস্থতার হার কম। কার্যত এই পরিসংখ্যানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ গক ২ দিনে একধাক্কায় ৪৭% আক্রন্তের সংখ্যা বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৮৪০।
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮০ জনের। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরলে। মোট আক্রান্তের ৫১ শতাংশ দৈনিক সংক্রমণ ঘটছে এই রাজ্যে।
India reports 43,509 fresh infections, 38,465 recoveries in the last 24 hours; Active caseload currently at 4,03,840, recovery rate at 97.38%: Ministry of Health and Family Welfare pic.twitter.com/yAKlSwOFaQ
— ANI (@ANI) July 29, 2021
এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জনের। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৭ লক্ষ ১ হাজার ৬১২ জন সুস্থ হয়ে উঠেছেন। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৫ কোটি ৭ লক্ষ ৬ হাজার ২৫৭ জন টিকা পেয়েছেন দেশে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ কোটি ২৬ লক্ষ ২৯ হাজার ৭৭৩ জনের।
Odisha reported 1,615 new COVID19 infections, 65 deaths and 1,699 recoveries on 28th July; active caseload at 17,262 pic.twitter.com/yM8zMQ2Rf1
— ANI (@ANI) July 29, 2021