Covid Update: ৬৩ দিন পর লাখের নিচে দৈনিক আক্রান্তের সংখ্যা, কমেছে সক্রিয় রোগী
দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩।
নিজস্ব প্রতিবেদন: ৬৩ দিন পর ভারতে দৈনিক মৃতের সংখ্যা কমল লাখের নিচে। ৮৬ হাজার ৪৯৮ জন করোনা (Covid Update) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে ক্লান্ত ভারতবর্ষ। তবে মৃতের সংখ্যায় তেমন কোনও হেরফের নেই। তবে গতকালের তুলনায় কমছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু (Death toll) হয়েছে ২ হাজার ১২৩ জনের। দেশে করোনায় আক্রান্ত (Covid Update) হয়ে মোট মৃতের সংখ্যা(Death toll) গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩।
India reports 86,498 new #COVID19 cases, 1,82,282 discharges, and 2123 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 2,89,96,473
Total discharges: 2,73,41,462
Death toll: 3,51,309
Active cases: 13,03,702Total vaccination: 23,61,98,726 pic.twitter.com/d3U55MKQ3n
— ANI (@ANI) June 8, 2021
এই মুহূর্তে সক্রিয় রোগী সংখ্যা ১৩ লক্ষ ৩ হাজার ৭০২ জন। গত কালের তুলনায় প্রায় ৯৮ হাজারের কাছে কম। মোট সুস্থ (Total discharge) হয়েছেন ২ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৪৬২ জন। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন (discharge) ১ লক্ষ ৮২ হাজার ২৪২ জন।
India reports less than 1 lakh daily new #COVID19 cases after 63 days. 86,498 new cases reported in the last 24 hours, the lowest in 66 days. Active caseload declines by 97,907, currently at 13,03,702: Union Health Ministry
— ANI (@ANI) June 8, 2021
এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭২৬ জন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)