West Bengal Covid Update: রাজ্যে করোনা সংক্রমণ ১৮ হাজার পার, কলকাতায় পজিটিভিটি রেট ৪০ ছুঁই ছুঁই
দৈনিক সংক্রমণেও শীর্ষে কলকাতা
নিজস্ব প্রতিবেদন: শুক্রবারও রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮ হাজারের বেশি মানুষ। এদিনও পজিটিভিটি রেটে শীর্ষে কলকাতা। শহরে পজিটিভিটি রেট ৪০ ছুঁই ছুঁই।
স্বাস্থ্য দফতরের (Health and Family Welfare Department, West Bengal) পরিসংখ্য়ান অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। আক্রান্তের সংখ্যা এবং পজিটিভিটি রেটে শীর্ষে কলকাতা। শহরে একদিনে আক্রান্ত ৭৪৮৪ জন। সূত্রের খবর, পজিটিভিটি রেট ৩৯.৫৭। পজিটিভিটি রেটে দ্বিতীয়স্থানে হাওড়া (৩৪.০৮ শতাংশ)। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে উত্তর ২৪ পরগনা (৩০.৪৮) এবং বীরভূম (৩০.৯০)। রাজ্যের পজিটিভিটি রেট ২৬.৩৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে পজিটিভিটি রেট ৭.৭৪ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৮৩৬ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন।
এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে ওমিক্রনের সংক্রমণও। তবে বুধবারের নিরিখে খানিকটা কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩,০০৭ জন। তারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,১৯৯ জন। দেশের মধ্যে মহারাষ্ট্র ওমিক্রনের সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে। সে রাজ্যে মোট সংক্রামিতের সংখ্যা ৮৭৬ জন। তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৫ জন।
আরও পড়ুন: Covid 19: জানুয়ারির শেষে ৪ থেকে ৮ লাখে পৌঁছবে করোনা সংক্রমণ! সতর্কবার্তা IIT অধ্যাপকের