জিনের মাধ্যমেই নাকি ছড়ায় এই ক্যানসার!

বংশানুক্রমিক ভাবেই এবার নাকি আপনি কোলন ক্যানসারের শিকার হতে পারেন। নতুন একটি গবেষণায় এই তত্বটি উঠে এসেছে। গবেষণায় বলা হচ্ছে জিনের মাধ্যেমেই নাকি পরিবারের এক সদস্য থেকে অপর সদস্যের দেখে চলে যেতে পারে এই ক্যানসারের জীবাণু।

Updated By: Jul 29, 2016, 04:24 PM IST
জিনের মাধ্যমেই নাকি ছড়ায় এই ক্যানসার!
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বংশানুক্রমিক ভাবেই এবার নাকি আপনি কোলন ক্যানসারের শিকার হতে পারেন। নতুন একটি গবেষণায় এই তত্বটি উঠে এসেছে। গবেষণায় বলা হচ্ছে জিনের মাধ্যেমেই নাকি পরিবারের এক সদস্য থেকে অপর সদস্যের দেখে চলে যেতে পারে এই ক্যানসারের জীবাণু।

আরও পড়ুন- মারণ রোগ হেপাটাইটিস বি!

সম্প্রতি, এই গবেষণায় বৈজ্ঞানিকরা জানতে পেরছেন, কোলন ক্যানসার সৃষ্টিকারী MSH3 ভাইরাস জিনের মাধ্যমেই এক দেহ থেকে অপর দেহে যায়।

মানব দেহের কোলনে ব্যাঙের ছাতার মতো কিছু পলিপ তৈরি হয়। আর এই পলিপগুলি সময় মতো চিকিত্‍সা না করানোর ফলেই দেখা দিতে পারে কোলন ক্যানসার। চিকিত্‍সকরা জানিয়েছেন, কোনল ক্যানসার প্রথম দিকে সেভাবে বোঝা যায় না। আর তার ফলেই প্রথম ধাপে চিকিত্‍সা করানোও সম্ভব হয় না। আর এতেই দেখা দেয় সমস্যা।

.