মা করোনা আক্রান্ত, নবজাতক সংক্রমিত না হলেও তার দেহ মিলল কোভিড অ্যান্টিবডি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনও গর্ভবতী মহিলার থেকে তাঁর শিশুর শরীরে করোনা সংক্রমণ হতে পারে কিনা তার প্রমাণ এখনও পাওয়া যায়নি

Updated By: Nov 29, 2020, 09:51 PM IST
মা করোনা আক্রান্ত, নবজাতক সংক্রমিত না হলেও তার দেহ মিলল কোভিড অ্যান্টিবডি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় এক কোভিড আক্রান্ত দম্পতির ৩ শিশু সন্তানের দেহে পাওয়া গিয়েছিল কোভিড অ্য়ান্টিবডি। বাবা-মা করোনা আক্রান্ত হলেও তারা সংক্রমিত হয়নি। কিন্তু তাদের দেহে কোভিড অ্য়ান্টিবডি মেলায় আশ্চর্য হয়েছিলেন গবেষকরা। এবার সিঙ্গাপুর।

আরও পড়ুন-অবরোধ করা হবে দিল্লি ঢোকার ৫ রাস্তা, কেন্দ্রকে ৪ শর্ত দিয়ে ঘোষণা আন্দোলনকারী কৃষকদের

গত মার্চ মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন সিঙ্গাপুরের নগ চ্যাং নামে এক মহিলা। তখন তিনি গর্ভবতী ছিলেন। সম্প্রতি তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। দেখা যাচ্ছে সদ্যোজাত করোনা আক্রান্ত নয় কিন্তু সেই সন্তানের দেহ মিলেছে কোভিড অ্যান্টিবডির অস্তিত্ব। এমনই খবর দিয়েছে স্ট্রেট টাইমস।

নগ চ্যাং সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'চিকিত্সকদের আশঙ্কা ছিল যেহতু আমি করোনা আক্রান্ত তাই আমার কাছ থেকে শিশুর শরীরেও সংক্রমণ ছড়িয়ে পড়বে। কিন্তু তা হয়নি।' প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর ২ সপ্তাহ চিকিত্সা হয় এবং তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন-সোমবার থেকেই শুরু বিধায়কদের যোগদান, তাসের ঘরের মত ভেঙে পড়বে তৃণমূল : নিশীথ প্রামাণিক

উল্লেখ্য, কোনও ব্যক্তির দেহে কোনও ভাইরাস সংক্রমণ হলে তা মোকাবিলা করার জন্য তার দেহ তৈরি হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিই ভাইরাস ঠেকাতে সাহায্য করে। অন্যভাবে বলতে গেলে, কারও দেহে কোনও অ্যান্টিবডি পাওয়ার অর্থ তিনি কোনও না কোনও ভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন। সেই নিয়মে ওই শিশুর শরীরে কীভাবে কোভিড অ্যান্টিবডি পাওয়া গেল তা বোঝা যাচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনও গর্ভবতী মহিলার থেকে তাঁর শিশুর শরীরে করোনা সংক্রমণ হতে পারে কিনা তার প্রমাণ এখনও পাওয়া যায়নি।

.