উপসর্গ বলছে আসন্ন করোনার Second Wave,বিপদের মুখে পড়তে পারে ভারত
ভোটের প্রচারে চাপা পড়ে গিয়েছে করোনায় সচেতনতার প্রচার। কিন্তু করোনা এখনও আছে।
নিজস্ব প্রতিবেদন: এখনই শুধরে যান, নয় খেসারত দিতে হতে পারে, পরামর্শ স্বাস্থ্য মহলের একাংশের। কারণ দেশের করোনা গ্রাফে বাড়বাড়ন্তের লক্ষণ মোটে ভালো নয়। ধীরে ধীরে কমছিল আক্রান্তের সংখ্যা। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও কমে গিয়েছিল। কিন্তু, হঠাৎ একটা গা ছাড়া ভাব দেখা গিয়েছে। যার দরুণ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে।
করোনা তার চারিত্রিক বৈশিষ্ট্য বদলে ফেলেছে। সেই নতুন প্রজাতি ইতিমধ্যে সক্রিয় হতে শুরু করেছে। মহারাষ্ট্র, পাঞ্জাব, কোরল কর্নাটক, ছত্তীসগড় রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। এটাকেই করোনার দ্বিতীয় ওয়েভ বলে মনে করছেন একদল বিজ্ঞানী।
তাই করোনা নিয়ে সতর্কবার্তা দিচ্ছে স্বাস্থ্যমহল। করোনা পরীক্ষা বাড়ানোর জন্য নতুন করে জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ৭ রাজ্যে পাঠানো হয়েছে সতর্কবার্তার চিঠি।
গা ছাড়া মনোভাব দেখালেই এখন বিপদ। কারণ মিউটেন্ট করে করোনা আরও শক্তিশালী। বাড়িয়েছে সংক্রমণের ক্ষমতা।
বাংলা মুখী ভোটে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। সমাগম হচ্ছেন বিভিন্ন প্রান্তে। ভোটের প্রচারে চাপা পড়ে গিয়েছে করোনায় সচেতনতার প্রচার। কিন্তু করোনা এখনও আছে।