স্যারের 'চাবুক'-এই হার নাইটদের
শনিবার ইডেন গার্ডেনের আইপিএল মহারণে টসে জিতে ব্যাট করবে কলকাতা নাইট রাইডার্স। নাইট দলে একটা পরিবর্তন হয়েছে। গতবার ফাইনালের নায়ক বিসলার বদলে দলে এলেন বাংলার লক্ষ্মীরতন শুক্লা। উইকেটরক্ষক হিসাবে খেলবেন দেবব্রত দাস। চারজন বিদেশীরা হলেন জাক কালিস, ইয়ান মরগ্যান, সুনীল নারিন, সাচিত্রা সেনানায়েকে।
নাইট রাইডার্স-১১৯/৯, সুপার কিংস--১২৪/৬ (১৯.
ম্যাচের ফল- চেন্নাই জয়ী ৪ উইকেটে। ম্যাচের সেরা- রবিন্দ্র জাদেজা
'স্যারের' হাতে খতম হল নাইটরা। গতবার ফাইনালে হারের প্রতিশোধ তুলে ধোনিরা হারিয়ে দিল গৌতম গম্ভীরের দলকে। শনিবাসরীয় সন্ধ্যায় ইডেনে নাইটদের অন্ধকারে ঠেলে দিলেন রবিন্দর জাদেজা। তাঁকে নিয়ে যখন গোটা দেশ মেতে ঠাট্টা টুইটারে। তখন কলকাতায় এসে জাদেজা বুঝিয়ে দিলেন কেন তাঁকে এখন দেশের সেরা অলরাউন্ডার হিসাবে মনে করা হয়। তিন উইকেট নিয়ে দলকে দারুণ জায়গায় নিয়ে যাওয়ার পর, মোক্ষম সময়ে ১৪ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে আনলেন ধোনির প্রিয়পাত্র জাদেজা। জাদেজা না থাকলে শ্বশুরবাড়ির পাড়ায় এসে বেইজ্জত হতে হত ধোনিকে।
মাত্র ১২০ রান তাড়া করতে নেমে ৮৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ প্রায় হারতে বসেছিলেন ধোনি। সেখান থেকে ছয়-চারের বন্যায় ভাসিয়ে চেন্নাই সুপার কিংসের জয়ের তরীকে ঠিকানা লেখালেন বাঁ হাতি এই অলরাউন্ডার। ধোনির রান আউটের পর ম্যাচ দারুণ জমে গেছিল। হাসি ফিরতে তো ম্যাচ গম্ভীরদের পকেটে চলে গেছিল বলেও মনে করা হচ্ছিল। কিন্তু টুইটারে যাকে নিয়ে ধোনি ক' দিন খুব ঠাট্টা করছেন, দেশের অনেকেই যখন প্রশ্ন তোলে এই ছেলেটা কী করে টেস্ট দলে ঠাঁই পায়। তখন জাদেজাই প্রমাণ করলেন তিনিই আইপিএলের সবচেয়ে বিপজ্জনক ম্যাচ উইনার।
নাইট একাদশ- গৌতম গম্ভীর, জাক কালিস, ইউসুফ পাঠান, মনোজ তিওয়ারি, ইয়ন মরগ্যান, লক্ষ্মীরতন শুক্লা, দেবব্রত দাস, রজত ভাটিয়া, সুনীল নারিন, লক্ষ্মীপতি বালাজি, সাচিত্রা সেনানায়েকে
কলকাতা নাইট রাইডার্স | ||
গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি, জাক কালিস, লক্ষ্মীরতন শুক্ল, ইউসুফ পাঠান, ইয়ন মর্গ্যান, সচিত্র সেনানায়কে, রজত ভাটিয়া, দেবব্রত দাস, সুনীল নারিন, লক্ষ্মীপতি বালাজি |
||
ব্যাটিং স্কোর | ||
গৌতম গম্ভীর | ক মাইকেল হাসি বো ক্রিস মরিস | ২৫ |
ইউসুফ পাঠান | রান আউট (বদ্রিনাথ) | ২৫ |
জাক কালিস | রান আউট (ব্রাভো/ধোনি) | ০ |
ইয়ন মরগ্যান | ক জাদেজা ব ব্রাভো | ২ |
মনোজ তিওয়ারি | ক মোহিত শর্মা ব অশ্বীন | ১৩ |
দেবব্রত দাস | এলবিডব্লিউ বো অশ্বিন | ১৯ |
রজত ভাটিয়া | ক ও বো রবীন্দ্র জাদেজা | ১ |
লক্ষ্মীরতন শুক | এলবিডব্লিউ বো রবীন্দ্র জাদেজা | ১ |
সচিত্র সেনানায়কে | নট আউট | ৭ |
সুনীল নারিন | ক মোহিত শর্মা বো রবীন্দ্র জাডেজা | ১৩ |
অতিরিক্ত: ৩ |
ওভার- ২০ উইকেট- ৯ |
১১৯ |
চেন্নাই সুপার কিংস বোলিং স্কোর | |||
বোলার | ওভার | রান | উইকেট |
অ্যালবে মর্কেল | ৪ | ৩৬ | ০ |
মোহিত শর্মা | ৩ | ১৩ | ০ |
ক্রিস মরিস | ৩ | ১২ | ১ |
আর অশ্বিন | ৪ | ২১ | ২ |
ডয়েন ব্রাভো | ২ | ১২ | ১ |
রবীন্দ্র জাদেজা | ৪ | ২১ | ৩ |
চেন্নাই সুপার কিংস | ||
মাইকেল হাসি, মুরলী বিজয়, সুরেশ রায়না, এস বদ্রিনাথ, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, ডোয়েন ব্রাভো, অ্যালবি মর্কেল, ক্রিস মরিস, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা |
||
ব্যাটিং স্কোর | ||
রবিচন্দ্রন অশ্বিন | ক সেনানায়কে বো সুনীল নারিন | ১১ |
মুরলী বিজয় | এলবিডব্লিউ বো সেনানায়কে | ২ |
সুরেশ রায়না | ক সুনীল নারিন বো ইউসুফ পাঠান | ৭ |
মহেন্দ্র সিংহ ধোনি | রান আউট ( ইয়ন মর্গ্যান ) | ৯ |
এস বদ্রিনাথ | বো জাক কালিস | ৬ |
মাইকেল হাসি | ক ইউসুফ পাঠান বো বালাজি | ৪০ |
রবীন্দ্র জাডেজা | নট আউট | ৩৬ |
ডোয়েন ব্রাভো | নট আউট | ৭ |
অতিরিক্ত: ৬ |
ওভার- ১৯.১ উইকেট- ৬ |
১২৪ |
কলকাতা নাইট রাইডার্স বোলিং স্কোর | |||
বোলার | ওভার | রান | উইকেট |
লক্ষ্মীপতি বালাজি | ৪ | ২৮ | ১ |
সচিত্র সেনানায়কে | ৪ | ১৮ | ১ |
সুনীল নারিন | ৪ | ২০ | ১ |
ইউসুফ পাঠান | ১.১ | ৯ | ১ |
রজত ভাটিয়া | ২ | ১২ | ০ |
জাক কালিস | ৪ | ৩২ | ১ |