বাদ বৈশাখী, জায়গা পেলেন জ্যোতির্ময়ী, ১০৫ জনের নয়া রাজ্য কমিটিতে ২৫ শতাংশ নতুন মুখ

 রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন শঙ্কুদেব পণ্ডা।

Reported By: অঞ্জন রায় | Updated By: Sep 8, 2020, 05:16 PM IST
বাদ বৈশাখী, জায়গা পেলেন জ্যোতির্ময়ী, ১০৫ জনের নয়া রাজ্য কমিটিতে ২৫ শতাংশ নতুন মুখ
বঙ্গ বিজেপি কার্যালয়

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্য ২০২১। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বাংলা জয়ের লক্ষ্যে এখন থেকেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। আজ বিজেপির ১০৫ জনের রাজ্য কমিটি ঘোষণা করেছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।‌ আগামী বৃহস্পতিবার রাজ্য কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকের উদ্বোধন করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

রাজ্য কমিটির পাশাপাশি একটি 'পশ্চিমবঙ্গ বিশেষ আমন্ত্রণিত' কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটিতে অনেক নতুন মুখ রয়েছে। রাজ্য কমিটিতেও ২৫  শতাংশ নতুন মুখ রয়েছে এবার ।  রাজ্য কমিটিতে ৩২ জন পদাধিকারী আছেন। রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন জ্যোতিময়ি শিকদার। রাজ্য কমিটিতে মহিলা নতুন মুখের সংখ্যা অনেক। রাজ্য কমিটিতে মহিলা নতুন মুখেদের মধ্যে আছেন জোতির্ময়ী শিকদার, অর্চনা মজুমদার, দেবযানী সেনগুপ্ত, প্রফেসর বীথিকা মণ্ডল, বিশ্বভারতীর প্রফেসর পুষ্পিতা, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ মধুছন্দা কর। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় রাজ্য কমিটিতে জায়গা পেলেও ঠাঁই হয়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। তবে রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন শঙ্কুদেব পণ্ডা।

একনজরে দেখুন কমিটিগুলি-

আরও পড়ুন, ৩ বছর আগে বিয়ে-ডিভোর্স অভিষেকের! 'ছেলে দোষী,' আনন্দপুরকাণ্ডে বলছেন মা

.