কালীপুজোয় শহরে নতুন ১৮টি অস্থায়ী ফায়ার স্টেশন, কোথায় কোথায় জেনে নিন

রাজ্যে মোট ২০০টি ফায়ার স্টেশন গড়ে তোলার লক্ষ্য়মাত্রা নেওয়া হয়েছে।

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Nov 9, 2020, 06:09 PM IST
কালীপুজোয় শহরে নতুন ১৮টি অস্থায়ী ফায়ার স্টেশন, কোথায় কোথায় জেনে নিন
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : কালীপুজোয় নিরাপত্তা সুনিশ্চিত ও আরও আঁটসাঁট করতে আজ প্রস্তুতি বৈঠক করলেন দমকলমন্ত্রী সুজিত বসু। এবার দুর্গাপুজোয় দশমীর দিন বেশ কয়েকটি মণ্ডপে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিমা সমেত ভস্মীভূত হয়ে গিয়েছে মণ্ডপ। হাইকোর্টের নির্দেশে কালীপুজোয় বাজি নিষিদ্ধ হলেও কোনও ঝুঁকি নিতে নারাজ দফতর। কালীপুজো উপলক্ষে তাই অতিরিক্ত ফায়ার স্টেশনের ব্যবস্থা করা হচ্ছে।

এদিন বৈঠকের পর দমকলমন্ত্রী সুজিত বসু জানান, অতিরিক্ত ১৮টি অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে। এখন এমনিতে মোট ১৪৬টি স্টেশন আছে। সেই স্থায়ী স্টেশনের সংখ্যাও বাড়ানো হবে। ১৫টি আরও নতুন স্থায়ী স্টেশন করা হবে। রাজ্যে মোট ২০০টি ফায়ার স্টেশন গড়ে তোলার লক্ষ্য়মাত্রা নেওয়া হয়েছে বলে এদিন জানান দমকলমন্ত্রী।

একইসঙ্গে আরও বলেন, দমকলের পরিকাঠামো বাড়াতে ইতিমধ্যেই বিভিন্ন সরঞ্জামপাতি কেনা হয়েছে। যার মধ্যে রয়েছে ল্যাডার, মোবাইল বাইক, মাস্ক। শিলিগুড়িতে একাধিক বহুতল তৈরি হচ্ছে বলে ওখানে অত্যাধুনিক ল্যাডার পাঠানো হচ্ছে। এর পাশাপাশি দুর্গাপুরেও ল্যাডার পাঠানোর কথা চলছে বলে জানান তিনি।

একনজরে দেখে নিন কালীপুজো উপলক্ষে কোথায় কোথায় অস্থায়ী ফায়ার স্টেশন গড়ে তোলা হচ্ছে-
তিলজলা থানা, ট্যাংরা থানা, কালীঘাট থানা, গড়িয়াহাট থানা, কসবা থানা, টালিগঞ্জ থানা, এভি স্কুল, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়, আর্মহার্স্ট স্ট্রিট থানা, বারাসত থানা, চাঁপাডালি মোড়, নৈহাটি থানা, ব্যাঁটরা থানা, লেকটাউন থানা, রাজারহাট থানা।

আরও পড়ুন, বিজেপি রাজ্য সভাপতি বদল হচ্ছে? অমিত শাহের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট জানালেন দিলীপ

.