জালিয়ানওয়ালাবাগের থেকেও ন্যক্কারজনক ২১শে জুলাইয়ের ঘটনা, দাবি কমিশনের
ঢাকঢোল পিটিয়ে তৈরি ২১শে জুলাই কমিশনের রিপোর্ট জমা পড়ল। কিন্তু মূল প্রশ্নের উত্তরই মিলল না। সেদিন যুব কংগ্রেসের সমাবেশে কার নির্দেশে গুলি চলেছিল, তার জবাব মেলেনি কমিশনের রিপোর্টে। কোনও ব্যক্তিকে ঘটনার জন্য দায়ী করা হয়নি বটে।
কলকাতা: ঢাকঢোল পিটিয়ে তৈরি ২১শে জুলাই কমিশনের রিপোর্ট জমা পড়ল। কিন্তু মূল প্রশ্নের উত্তরই মিলল না। সেদিন যুব কংগ্রেসের সমাবেশে কার নির্দেশে গুলি চলেছিল, তার জবাব মেলেনি কমিশনের রিপোর্টে। কোনও ব্যক্তিকে ঘটনার জন্য দায়ী করা হয়নি বটে।
তবে সেদিনের ঘটনার জন্য পুলিস এবং তৎকালীন বাম সরকারের স্বরাষ্ট্র দফতরকেই দায়ী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া এই কমিশন। রিপোর্টে বলা হয়েছে, গুলিচালনা ছিল অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং অযৌক্তিক। বিনা প্ররোচনায় সেদিন গুলি চালিয়েছিল পুলিস। সেদিনের ঘটনা জালিয়ানওয়ালাবাগের থেকেও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছে কমিশন।
তৃণমূলের তরফ থেকে এই রিপোর্টকে স্বাগত জানানো হয়েছে। সৌগত রায় বলেছেন তাঁরা এতদিন যা বলে আসছিলেন এই রিপোর্ট তাকেই স্বীকৃতি দিয়েছে।